শুটিংয়ে সারাক্ষণ এই পানীয় খেয়ে এত্ত সুন্দরী দেবচন্দ্রিমা; সারাদিন কেন কিছু দাঁতে কাঁটেন না অভিনেত্রী?
Debchandrima Sinha Roy: সম্প্রতি দেবচন্দ্রিমা বলেছেন, "এত কম সময়ে শুটিং করতে হয়। এত কম সময়ে একটি ছবি মুক্তি পায়। এটাই টলিউডের রেওয়াজ। দু-তিন মাস যদি কোনও ছবির জন্য সময় পাই, তাহলে কাজটা আরও ভাল ভাবে করতে পারি বলে আমি বিশ্বাস করি। সে রকমই একটি চিত্রনাট্যের অপেক্ষায় আছি আমি।"
২৫ ডিসেম্বর একটি ছবির জন্য তাঁকে সই করানো হয়। জানুয়ারি থেকে শুটিং শুরু হয়। ফেব্রুয়ারিতেই রিলিজ করে ‘প্রেমে পড়া বারণ’ ছবিটি। ওটিটি প্লাটফর্মের জন্য কাজ করছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী দেবচন্দ্রিলা সিনহা রায়। তাঁকে শেষবার টেলিভিশনের পর্দায় দেখা যায় ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকে। ছবি মুক্তির সময় নিজের সম্পর্কে এক অদ্ভুত তথ্য ফাঁস করেছেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবচন্দ্রিমা বলেছেন, “এত কম সময়ে শুটিং করতে হয়। এত কম সময়ে একটি ছবি মুক্তি পায়। এটাই টলিউডের রেওয়াজ। দু-তিন মাস যদি কোনও ছবির জন্য সময় পাই, তাহলে কাজটা আরও ভাল ভাবে করতে পারি বলে আমি বিশ্বাস করি। সে রকমই একটি চিত্রনাট্যের অপেক্ষায় আছি আমি।”
এছাড়াও জানিয়েছেন, কাজের মধ্যে ডুবে গেলে বাড়ির লোকও তাঁকে খুঁজে পান না। খাওয়াদাওয়া ভুলে যান তিনি। দেবচন্দ্রিমা বলেছেন, “কাজের মধ্যে থাকলে আমি কিছু খেতে পারি না। এর কারণ, কিছু খেলেই আমার খুব ক্লান্ত লাগে। সারাক্ষণ শুধু কফি খেয়ে থাকি। রাতেরবেলা খাবার খাই। আমি দিনে একবারই খাই। তাও রাতের বেলায়। এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। সারাদিন শুধু কফি চলে। এখন আমার দিনের পাঁচ কাপ চলছে। রাতে খাবো।”