‘সমস্ত কিছুই বাতিল করেছি’, উৎসবে ফিরছেন না দেবলীনা, কী প্ল্যান পুজোয়?

Sep 22, 2024 | 10:20 AM

Debolina Dutta: সম্প্রতি প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের ডাকে প্যানেলে দাঁড়িয়ে সুরও চরালেন। সেদিনও আরজি করের ঘটনা নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন দেবলীনা দত্ত। তিনি  বলেছিলেন, 'ডাক্তারদের তুলে দিতে পারলে আন্দোলন বন্ধ হয়ে যাবে, এটা আমরা মানছি না।'

সমস্ত কিছুই বাতিল করেছি, উৎসবে ফিরছেন না দেবলীনা, কী প্ল্যান পুজোয়?

Follow Us

আরজি কর কাণ্ডে প্রথম থেকেই প্রতিবাদে সামিল অভিনেত্রী দেবলীনা দত্ত। নারী নিরাপত্ত প্রসঙ্গে একাধিকবার নেমেছেন পথে। বারবার হয়েছেন প্রতিবাদে সামীল। সোশ্যাল মিডিয়ায় একাধিকবার প্রাসঙ্গিত পোস্ট করে সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। সে রাত দখল হোক কিংবা ইন্ডাস্ট্রির অন্দরমহল নিয়ে মন্তব্য, প্রতিটা ক্ষেত্রেই দেবলীনা সরব হয়েছেন। সম্প্রতি প্রেসিডেন্সির বিশ্ববিদ্যালয়ের ডাকে প্যানেলে দাঁড়িয়ে সুরও চরালেন। সেদিনও আরজি করের ঘটনা নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন দেবলীনা দত্ত। তিনি  বলেছিলেন, ‘ডাক্তারদের তুলে দিতে পারলে আন্দোলন বন্ধ হয়ে যাবে, এটা আমরা মানছি না।’

গোটা শহরের এখন কপালে চিন্তার ভাঁজ। তিলোত্তমার এই পরিণতি মেনে নিতে পারছেন না কেউ। বিচারের আশায় তাকিয়ে থাকা প্রতিটা মানুষের মনে নেই আনন্দ। দুর্গা পুজোর দোরগোড়ায় দাঁড়িয়ে সকলেরই ম্লান মুখ। উৎসবে না একাধিক মানুষের। কী করছেন দেবলীনা? TV9 বাংলাকে জানালেন, ‘সমস্ত খুঁটিপুজো বা পুজো উদ্বোধনে যাওয়ার প্রস্তাবে না করেছি। আমার মা যতদিন পেরেছেন ডাক্তারদের আন্দোলনে গিয়েছেন। একদিন রাতে মা’র শরীরও খারাপ হয়ে গিয়েছিল। তা-ও আমাদের পরিবারের সকলে আন্দোলনে সামিল থেকেছি। তাই এবারের পুজো সেলিব্রেট করার মানসিকতা নেই। শপিং হয়নি। এবার শপিং করব না। শুধু বেঙ্গালুরুতে আমার একটা ইভেন্টে যাওয়ার বিষয়টা আগে থেকে ঠিক ছিল। ওঁদের ‘না’ করিনি কারণ সেটা কলকাতায় নয়। এর বাইরে সমস্ত কিছুই বাতিল করেছি।’ ফলে তিনিও অনেকের মতোই এবছরের সেলিব্রেশন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

Next Article