‘বউ সেজে বসেছিলাম, বর এল না’, কোন যন্ত্রণা বুকে চেপে বসে আছেন দেবলীনা…

Sneha Sengupta |

Feb 15, 2024 | 11:34 AM

Debleena Dutta: বিয়ের কনে সেজে মন্ডপে বসেছিলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। আমন্ত্রিতরা এসে গিয়েছিলেন প্রত্যেকে। খাবারের জায়গায় খাবারও সার্ভ হতে শুরু করেছিল। উপহার পেতে শুরু করেছিলেন দেবলীনা। কিন্তু বর আর আসেনি বিয়ে করতে। কেন আসেনি? সেই উত্তর আজও খুঁজে চলেছেন দেবলীনা।

বউ সেজে বসেছিলাম, বর এল না, কোন যন্ত্রণা বুকে চেপে বসে আছেন দেবলীনা...
দেবলীনা দত্ত।

Follow Us

দেবলীনা দত্ত। বাংলা সিরিয়ালের অন্যতম পরিচিত মুখ। অনেক ছোট বয়স থেকে বাংলা সিরিয়ালে কাজ করছেন তিনি। অল্প সময়ের মধ্যেই খুব পরিচিত মুখ হয়ে উঠেছিলেন দেবলীনা। কলকাতার লোরেটো স্কুল, লোরেটো কলেজ থেকে পাশ করেছিলেন। ক্লাস টেনে পড়ার সময় থেকে এক প্রেমিকও জুটে গিয়েছিল তাঁর। দীর্ঘ সাত বছর সম্পর্কের পর সেই প্রেম ভেঙে যায়। তারপরেও ভালবেসে ছিলেন অন্য একজনকে। সেই সম্পর্কটাও চিরস্থায়ী হয়নি। অভিনেতা পরিচালক তথাগত মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অনেক পরে। ৯ বছর সংসার করার পর আলাদা হয়ে যান তথাগত-দেবলীনা। এই তথাগত প্রথম স্বামী হওয়া সত্ত্বেও আরও একবার বিয়ের কনে সেজে মন্ডপে বসেছিলেন দেবলীনা। কেন হল না সেই বিয়ে?

শাশ্বত চট্টোপাধ্যায়কে একবার সেই ঘটনার কথা খোলসা করেছিলেন দেবলীনা। জানিয়েছিলেন, তিনি বিয়ের কনে সেজে মন্ডপে বসেছিলেন। আমন্ত্রিতরা এসে গিয়েছিলেন। খাবারের জায়গায় খাবারও সার্ভ হতে শুরু করেছিল। উপহার পেতে শুরু করেছিলেন দেবলীনা। কিন্তু বর আর আসেনি বিয়ে করতে। কেন আসেনি? সেই উত্তর এখনও পর্যন্ত খুঁজে চলেছেন দেবলীনা।

অভিনেত্রী বলেছিলেন, “আমি আজও ভাবতে পারি না কেন সেদিন আমাকে বিয়ে করতে আসেননি তিনি। বলেছিলেন, শরীর খারাপ হয়েছে, হাসপাতালে নাকি নিয়ে যেতে হয়েছিল। কিন্তু সেটা আমাকে কিংবা আমার পরিবারের কাউকেই জানাননি তিনি। একটা ফোন করা যেত। এই অজুহাত আজও বিশ্বাস করি না আমি। মানতে পারি না।”

Next Article