‘সবিনয় নিবেদন’। এই সিরিয়ালের হাত ধরে পর্দায় অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সেই শুরু। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মধুমিতাকে। একে-একে ‘বোঝে না সে বোঝে না’, ‘কেয়ার করি না’, ‘কুসুম দোলা’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন মধুমিতা। ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে তাঁর অভিনীত ‘পাখি’ চরিত্রটি আজও সমানভাবে জনপ্রিয়। সিরিয়াল থেকে সরে এসে মধুমিতা বাংলা ওয়েব সিরিজ় এবং ছবিতেও কাজ করেছেন। তবে এখন তিনি তেমনভাবে কিছু করছেন না। একটি দীর্ঘ ব্রেক নেওয়ার পর মুম্বইয়ে কেরিয়ার তৈরি করতে চলেছেন মধুমিতা।
একটি হিন্দি ওয়েব সিরিজ় এবং একটি হিন্দি ছবির জন্য নিজেকে তৈরি করছেন অভিনেত্রী মধুমিতা সরকার। প্রাথমিক পর্যায় বাছাই করা হয়েছে তাঁকে। তবে অডিশন দিতে হবে দুটি কাজের জন্যই। মধুমিতা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাংলা ছবি ‘চিনি’তে তাঁর একটি ক্লিপিংস ভয়ানক ভাইরাল হয়েছিল। সেই ক্লিপিংস দেখেই নাকি তাঁকে অডিশনের জন্য ডাকা হয়েছে মুম্বইয়ে।
‘পাখি’র মনে এখন অনেক স্বপ্ন। কলকাতার গণ্ডি টপকে আরব সাগরের পারে বাসা বাঁধার চেষ্টায় আছেন তিনি। কেবল আরব সাগরের পারে নয়, দক্ষিন ভারতীয় ছবির জগৎ থেকেও তাঁর ডাক আসছে। তা হলে কি অন্যান্য শিল্পী এবং কলাকুশলীদের মতো মধুমিতারও ঠিকানা হতে চলেছে মুম্বই। এই প্রশ্নের উত্তর দেবে কেবল সময়।