মিউজ়িক ভিডিয়োতে মন বসিয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান। ‘প্রেমিক’ যশের সঙ্গে একাধিক মিউজিক ভিডিয়ো তৈরি করছেন তিনি। ইতিমধ্যেই একটি মিউজিক ভিডিয়ো ট্রেন্ড করতে শুরু করেছে তাঁদের। এবার তাঁদের প্রযোজনায় তৈরি আরও একটি মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই মিউজিক ভিডিয়োতে আবার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তৃনা সাহাকে দেখা যাচ্ছে। গানের নাম ‘বোকা সোডা’। গানের লিরিক্স অর্থাৎ, কথা আলোচনার ঝড় তুলেছে। গানের মিউজিক ভিডিয়োতে তৃণার সঙ্গে দেখা যাচ্ছে তাঁর স্বামী অভিনেতা নীল ভট্টাচার্যকেও। সাদা রঙের ঘাগড়া পরেছেন তৃণা। চারপাশে তাঁকে ঘিরে মদ্যপ পুরুষের অভিনয় করছেন কিছু জুনিয়র আর্টিস্ট। এমন একটি ভিডিয়ো তৈরি করে কটাক্ষের মুখোমুখি হয়েছেন তৃণা। এই ভিডিয়োতে অভিনয় করে বেশকিছু অনুগামীর সংখ্যাও হারিয়েছেন তিনি। TV9 বাংলাকে তৃণা আগেই বলেছেন, “কী করব বলুন। সবাইকে তো আর খুশি করতে পারব না। কিছু লোক আমার কাজ পছন্দ করবেন। কিছু লোক পারবেন না।”
সেই গানকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে নুসরত জাহানও পা মেলালেন ‘বোকা সোডা’র সঙ্গে। সেই ভিডিয়ো পোস্ট হওয়ার পরেও নুসরতকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তাঁকে সরাসরি এক নেটিজ়েন লিখেছেন, “পয়সার জন্য আপনি আর কত নীচে নামবেন।” কেউ-কেউ আবার লিখেছেন, “আরে পয়সার জন্য এরা অনেক কিছু করতে পারে। এমন ধরনের বাংলা গানও তৈরি করতে পারে।”
এই মুহূর্তে প্রেমিক যশের সঙ্গে আরও একটি ছবি প্রযোজনা করেছেন নুসরত। সেই ছবির নাম প্রথমে রাখা হয়েছিল ‘মেন্টাল’। সেন্সর বোর্ডের হস্তক্ষেপে সেই নাম পাল্টে হয়েছে ‘সেন্টিমেন্টাল’। মানসিকভাবে একটু অন্যরকম ব্যক্তিদের যাতে আঘাত না লাগে, তাই এই পদক্ষেপ নিয়েছে সেন্সর বোর্ড।