‘কেউ একটা অস্কার ছুড়ে মারো’, নন্দিনীর গান শুনে ছিঃ ছিঃ নেটপাড়ায়

সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই অনেক সময় অভিনেতা অভিনেত্রীদের মাচা শো-এর ভিডিয়ো দেখা যায়। যেমন কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের ভিডিয়ো। 'কলঙ্কিনী রাধা' গান গেয়ে রীতিমতো দর্শকের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

'কেউ একটা অস্কার ছুড়ে মারো', নন্দিনীর গান শুনে ছিঃ ছিঃ নেটপাড়ায়
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2024 | 1:38 PM

সমাজমাধ্যমের পাতায় চোখ রাখলেই অনেক সময় অভিনেতা অভিনেত্রীদের মাচা শো-এর ভিডিয়ো দেখা যায়। যেমন কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের ভিডিয়ো। ‘কলঙ্কিনী রাধা’ গান গেয়ে রীতিমতো দর্শকের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তাঁর বেসুরো গান নিয়ে চারিদিকে চলেছিল সমালোচনা।

এবার দিতিপ্রিয়ার মতো দর্শকের কটাক্ষের শিকার অভিনেত্রী নন্দিনী দত্ত। তাঁকে এই মুহূর্তে ‘দুই শালিক’ সিরিয়ালে ‘ঝিলিক’ চরিত্রে তাঁকে দেখা যাচ্ছে। সম্প্রতি মাচা শো করতে গিয়েছিলেন তিনি। সেখানেই ‘পেয়ারেলাল’ গানে সুর তুলতে শোনা গেল। নায়িকার কণ্ঠে সেই গান শুনেই হাসির রোল সমাজমাধ্যমের পাতায়। নিমেষে ভাইরাল নন্দিনীর গাওয়া গান।

এক জন লিখেছেন, “ওনাকে একটু নুন চিনির জল দিতে হবে। এত দুর্বল, একটু শক্তি পাবে।” আবার কেউ লিখেছেন,”এদের গান শুনে আমার শরীর খারাপ হয়ে গিয়েছে।” আবার কারও মন্তব্য, “কেউ একটা অস্কার ছুড়ে মারো।” একের পর এক নেতিবাচক মন্তব্যে ভরে গিয়েছে গোটা নেটপাড়া। অভিনেত্রী লাইভ ভিডিয়ো করে বলেছেন, “আমি গায়িকা নই। তাই গান এরকম হবেই।” অভিনেত্রী জানিয়েছেন তিনি কোনও দিনই গান গাইতে পারেন না। তিনি যেটা পারেন সেটা নিয়ে যদি কেউ কিছু বলতেন তাহলে কিছু বলার জায়গা থাকত। ম়ঞ্চে তাঁর গান দর্শকের পছন্দ হয়েছে। তাই সমাজমাধ্যমের পাতায় কে কী বলেছেন তা নিয়ে তিনি ভাবতে চান না।