১৫৭টি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার অত্যন্ত চেনা মুখ ছিলেন অভিনেত্রী নূপুর অলঙ্কার। ‘ছিলেন’ কেন? এর কারণ, তিনি এই সবের চেয়ে এখন শতহস্ত দূরে। তিনি এখন এক সন্ন্যাসী। গেরুয়া পোশাক পরিহিতা প্রাক্তন অভিনেত্রীর জীবনে কেবলই ঈশ্বরের আরাধনা।
একসময়কার লাস্যময়ী অভিনেত্রী কেন সন্ন্যাসী হলেন, এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঁকি দিতে পারে মনে। উত্তরে নূপুর জানিয়েছেন, আধ্যাত্মিকতার গভীরে প্রবেশ করতে হলে চাকচিক্যের দুনিয়া থেকে দূরে সরে যেতে হয়। তাই এই সিদ্ধান্ত নুপূরের।
২০০২ সালে অলঙ্কার শ্রীবাস্তবকে বিয়ে করেছিলেন নূপুর। বিবাহিত জীবনে খুবই সুখী ছিলেন তিনি। একটা সময় পর ছাড়াছাড়ি হয়ে যায়। স্বামী এবং শাশুড়ির অনুমতি নিয়েই সন্ন্যাস ধর্ম পালন করছেন প্রাক্তন অভিনেত্রী। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হলেও, আইনি বিচ্ছেদ ঘটেনি নূপুর-অলঙ্কারের।
১৯৭২ সালের ২৫ নভেম্বর রাজস্থানের রাজধানী জয়পুরে জন্ম নূপুরের। সেখানে স্কুলজীবন শেষ করে গোটা পরিবারের সঙ্গে মুম্বইয়ে চলে আসেন। লেখাপড়ায় ভাল নূপুরের মন ছিল নাচের দিকেও। কেরিয়ারের শুরুতে মডেলিং করেছিলেন নূপুর। টেলিভিশনে সম্প্রচারিত ১৫৭টি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। যেমন – ‘ঘর কী লক্ষ্মী বেটিয়াঁ’, ‘দিয়া অউর বাতি হম’, ‘শক্তিমান’। ‘রাজাজি’, ‘সাওয়ারিয়া’র মতো ছবিতেও অভিনয় করেন নূপুর।