সম্পর্ক নাকি ভাল না; তুতো বোন মন্নরাকে বিগবসে দেখে তাঁকে কেন টাকা পাঠাতে চাইলেন প্রিয়াঙ্কা?

Sneha Sengupta |

Feb 01, 2024 | 2:53 PM

Priyanka-Mannara: দিদি প্রিয়াঙ্কা তাঁকে পাত্তা দেননি, এমন মন্তব্য করে চিরকাল লাইমলাইটে থাকতে চেয়েছেন মন্নরা। তিনি একজন অভিনেত্রী। হিন্দি, কন্নড় এবং তেলুগু ছবিতেই মূলত অভিনয় করেন তিনি। ২০১৪ সালে 'জিদ' নামের একটি ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন। তারপর অভিযোগ তুলেছিলেন, তুতো দিদি প্রিয়াঙ্কা কিংবা পরিণীতি নাকি কোনওকালেই তাঁকে ইন্ডাস্ট্রিতে সাহায্যের হাত বাড়িয়ে দেননি।

সম্পর্ক নাকি ভাল না; তুতো বোন মন্নরাকে বিগবসে দেখে তাঁকে কেন টাকা পাঠাতে চাইলেন প্রিয়াঙ্কা?
মন্নরা এবং প্রিয়াঙ্কা।

Follow Us

এবারের ‘বিগ বস’ সিজ়ন ১৭-এ অংশগ্রহণ করেছিলেন মন্নরা চোপড়া। তিনি সম্পর্কে প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার ছোট বোন। বেশ কিছু বছর ধরে প্রিয়াঙ্কা এবং তাঁর তুতো বোন অভিনেত্রী পরিণীতি চোপড়ার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনেছেন মন্নরা। জানিয়েছেন, প্রিয়াঙ্কা পরিণীতির সঙ্গে যেমন দিদির কর্তব্য পালন করেন, মন্নরার জন্য নাকি করেন না। পরিণীতিও নাকি মন্নরাকে ভীষণভাবে এড়িয়ে চলেন। বিয়েতেও ডাকেননি তাঁকে। এই মন্নরাকেই বিগ বসে ভাল খেলার জন্য বাহবা জানিয়েছেন প্রিয়াঙ্কা।

দিদি প্রিয়াঙ্কা তাঁকে পাত্তা দেননি, এমন মন্তব্য করে চিরকাল লাইমলাইটে থাকতে চেয়েছেন মন্নরা। তিনি একজন অভিনেত্রী। হিন্দি, কন্নড় এবং তেলুগু ছবিতেই মূলত অভিনয় করেন তিনি। ২০১৪ সালে ‘জিদ’ নামের একটি ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করে বিতর্কের কেন্দ্রে এসেছিলেন। তারপর অভিযোগ তুলেছিলেন, তুতো দিদি প্রিয়াঙ্কা কিংবা পরিণীতি নাকি কোনওকালেই তাঁকে ইন্ডাস্ট্রিতে সাহায্যের হাত বাড়িয়ে দেননি। বলেছিলেন, “প্রিয়াঙ্কা পরিণীতিকে যেভাবে সাহায্য় করেছেন, আমাকে একেবারেই করেননি কোনওকালে।”

তবে বিগ বসে দ্বিতীয় রানার আপ হওয়ার পর প্রিয়াঙ্কা নাকি নিজে ফোন করেছিলেন মন্নরাকে। প্রিয়াঙ্কা এবং জামাইবাবু নিক জোনাসের সঙ্গে ভিডিয়ো কলে ২ ঘণ্টা কথাও বলেছেন মন্নরা। মন্নরা জানিয়েছেন, প্রিয়াঙ্কা নাকি এখন খুবই গর্বিত তাঁর জন্য। বলেছেন, “আমি খুবই খুশি হয়েছি এটা দেখে যে, তুই আমাদের পরিবারের নাম ব্যবহার না করে খেলেছিস। তুই চেয়েছিস তোর নিজের ব্যাপারে কথা হোক। এবার বল তোর কী উপহার চাই? তোকে টাকা পাঠাচ্ছি…”

টাকা পাঠানর প্রস্তাব পেয়ে নাকি তা নিতে অস্বীকার করেছেন মন্নরা। এবং পরিবর্তে তুতো দিদির থেকে পোশাক চেয়েছেন তিনি। প্রিয়াঙ্কা তাঁকে পোশাক পাঠাতে রাজি হয়ে গিয়েছেন।

বিগবসে দ্বিতীয় রানার আপ হওয়ার পর ইনস্টাগ্রামে নিজের বায়ো পাল্টেছিলেন মন্নরা। বিগ বসের কথা উল্লেখ করার পরই নেটিজ়েনরা কিছু নেতিবাচক মন্তব্য করেন তাঁর বিষয়ে। ফলে সেই নতুন বায়ো মুছেছেন তিনি।