
\ঋ- ওরফে ঋতুপর্ণা সেন। তাঁকে নিয়ে চর্চার সীমা নেই। ঋ যাই করুন না কেন, হয় ভাইরাল। অতীতের সাহসী দৃশ্য থেকে শুরু করে হালফিলের ইনস্টা রিল তাঁর শরীরী বিভঙ্গে ঘায়েল আঠেরো থেকে আশি। এবার এক ইনস্টা রিলের কারণে ফের চর্চায় তিনি।
না হালফিলের গান নয় বরং স্বর্ণযুগের নেশাধরা গান ‘এই মায়াবী তিথি’ এখন টক অব দ্য টাউন। গীতা দত্তের গলায় সোনার হরিণ ছবির সেই আইকনিক গানের সঙ্গে এক অন্যরকমের রিলস বানিয়েছে ঋ। যা তাঁর ইনস্টাগ্রাম তো বটেই প্যাপসদের অ্যাকাউন্ট থেকেও হচ্ছে শেয়ার।
কিছু দিন আগেই ইন্ডাস্ট্রিতে নিজের ইমেজ, কাজ না পাওয়া নিয়ে মুখ খুলেছিলেন ঋ। জানিয়েছিলেন, ‘কসমিক সেক্স’, ‘গান্ডু’র মতো ছবিতে কাজ করার পর কর্মহীন হয়ে থাকার দীর্ঘ অধ্যায়ের কথা। তিনি বলেন, “কাজ পেতে খুব অসুবিধা হয়েছে। কেবল হয়েছে না, হবেও, হচ্ছেও। অনেকে এখনও বলেন, ‘বাবা ঋ-কে নেব।’” পরক্ষণে চোখ চকচক করে ওঠে ঋয়ের। তিনি বলেন, “এই ছবিগুলো যদি আমি না করতাম, তা হলে হয়তো আজ আমাকে হরনাথ চক্রবর্তী ডাকতেন কিংবা অন্য অনেক ছবিতে অভিনয় করতে পারতাম।” তারপর কণ্ঠে আত্মবিশ্বাস এনে অভিনেত্রী বলেন, “তবে এই কথা ঠিক, আমি জোর গলায় বলতে পারি, আপনি আমাকে ভালবাসতে পারেন, আমাকে ঘৃণা করতে পারেন, কিন্তু আমাকে কোনওদিনও ভুলতে পারবেন না।”
‘গান্ডু’, ‘কসমিস সেক্স’-এ অভিনয় করার পরও কিন্তু বাংলা সিরিয়ালে অভিনয় করার সুযোগ এসেছে ঋয়ের কাছে। তিনি আরও কাজ করতে আগ্রহী। মা-ঠাকুমাদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন অভিনয় দক্ষতায়। মুম্বই, বাংলাদেশের ইন্ডাস্ট্রিও তাঁকে খুবই টানে।