গোপনে প্রেম, বিয়ে করলেন অভিনেত্রী রূপালি, পাত্র কে জানেন?

অভিনয়ের পাশাপাশি একদা বাম সমর্থক রূপালি বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর আবার বিজেপিকে বিদায় জানিয়েছেন। আপাতত যে তিনি নতুন সংসার আর অভিনয়ের কাজ নিয়েই মজে থাকবেন, তা আঁচ করা যায়।

গোপনে প্রেম, বিয়ে করলেন অভিনেত্রী রূপালি, পাত্র কে জানেন?

| Edited By: Bhaswati Ghosh

Jul 13, 2025 | 9:57 AM

অভিনেত্রী রূপালি ভট্টাচার্য বিয়ে করলেন। তিনি যে প্রেম করছিলেন, সে কথা এত দিন ঘোষণা করেননি। ১২ জুলাই মালাবদল করে বিয়ে করার পরই অবশ্য তাঁর বিয়ের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। দেবাঙ্ক ভট্টাচার্যর সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন রূপালি। ১২ জুলাই বিয়ে হয়ে যাওয়ার পর গভীর রাতে বরের হাতে হাত রাখার একটা ছবি পোস্ট করেছেন। মজা করে লিখেছেন, হাতাহাতি। রূপালি বিয়ের ঘোষণা না করলেও, টলিপাড়ায় তাঁর বন্ধুবান্ধবরাই উপস্থিত ছিলেন এই বিয়েতে। টেলিভিশনে যাঁদের নিয়মিত দেখা যায়, এমন বহু মুখে ভরে গিয়েছিল এই বিয়ের আসর। দেবাঙ্কেরও অভিনয়ের প্রতি ভালোবাসা রয়েছে। সেই সুরেও রূপালির সঙ্গে তাঁর জীবন মিলে গেল।

গত বছর হেনস্থার শিকার হওয়ার কারণে রূপালি প্রতিবাদ করেছিলেন। TV9 বাংলাকে তিনি বলেন, “আমাকে সোশ্যাল মিডিয়াতে অশালীন কথা বলা হত। প্রথমে ইগনোর করেছি। তারপর আরজি কর কাণ্ডে প্রতিবাদের কিছু পোস্ট করলে, সেখানেও অত্যন্ত খারাপ ভাষায় আক্রমণ করা হচ্ছে। আমি জিম করছি এমন একটা ছবি দিয়ে অশ্লীল কথা বলা হয়েছে। আমার মুখ দিয়ে ফেক ভিডিয়ো বানিয়ে ভাইরাল করে দেওয়া হবে, তেমন মন্তব্যও এসেছে। আমার এক বন্ধু প্রতিবাদ করেছিল। তিনি ছেলে হওয়ায় তাঁকে বলা হয়েছে যৌন হেনস্থার কেসে ফাঁসিয়ে দেওয়া হবে। লালবাজারে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ করেছি।”

অভিনয়ের পাশাপাশি একদা বাম সমর্থক রূপালি বিজেপিতে যোগদান করেছিলেন। তারপর আবার বিজেপিকে বিদায় জানিয়েছেন। আপাতত যে তিনি নতুন সংসার আর অভিনয়ের কাজ নিয়েই মজে থাকবেন, তা আঁচ করা যায়।