AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

আন্ধেরিতে হয়ে গেল ‘পুরাতন’-এর জমকালো প্রিমিয়ার, আবেগঘন ঋতুপর্ণা

বাংলার পর এবার আন্ধেরির এক প্রেক্ষাগৃহে হয়ে গেল ছবির জমকালো প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন বাংলা ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক বিশিষ্ট তারকা।

আন্ধেরিতে হয়ে গেল 'পুরাতন'-এর জমকালো প্রিমিয়ার, আবেগঘন ঋতুপর্ণা
| Updated on: Apr 19, 2025 | 2:01 PM
Share

বাংলার বুকে রমরমিয়ে চলছে সুমন ঘোষ পরিচালিত ছবি ‘পুরাতন’। মা-মেয়ের সম্পর্কের মেলবন্ধনের গল্পে কখনও চিত্রনাট্যের প্রশংসা, কখনও আবার অভিনয়ের দাপটে মুগ্ধতা। বারবার আলোচনায় উঠে আসছে এই ছবি। যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ছবির জগতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর ১৪ বছর পর বড়পর্দায় ফিরলেন ‘পুরাতন’-এর হাত ধরে। বাংলার পর এবার আন্ধেরির এক প্রেক্ষাগৃহে হয়ে গেল ছবির জমকালো প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিলেন বাংলা ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক বিশিষ্ট তারকা।

এ ছবির পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সুমন ঘোষ। গল্প, চিত্রনাট্য এবং পরিচালনা, সব দায়িত্ব তিনিই সামলেছেন। ছবির প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্তও এদিন উপস্থিত ছিলেন প্রিমিয়ারে। তবে কেবল প্রযোজকই নন, এই ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে আরও একবার নিজেকে প্রমাণ করেছেন নায়িকা। পর্দায় যিনি শর্মিলা ঠাকুরের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। ছকভাঙা চরিত্রে তাঁর সাবলীল অভিনয় দর্শকের মন কেড়েছে পলকে।

‘পুরাতন’ এক পারিবারিক ছবি, যেখানে মা ও মেয়ের জটিল সম্পর্ককে কেন্দ্র করে এগিয়ে গিয়েছে গল্প। শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্তের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, মাইলো ক্যাম্পোজি, অলোকনন্দা দাশগুপ্ত এবং আদিত্য বিক্রম সেনগুপ্ত।

ছবির প্রিমিয়ারে হাজির ছিলেন ঋতুপর্ণা, তিনি বলেন, “এই ছবি আমাদের কাছে খুব স্পেশ্যাল। শর্মিলা ঠাকুর দীর্ঘ ১৪ বছর পর সিনেমায় ফিরেছেন। আমি এটাকে শুধু বাংলা ছবি বলব না, এটা ভারতীয় ছবি। এতে সাবটাইটেল রয়েছে, যাতে সকলেই ছবি উপভোগ করতে পারেন। মা-মেয়ের সম্পর্ক নিয়ে এমন গল্প আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ।”

অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগ সময়ই মুম্বইতেই থাকেন। তিনিও প্রিমিয়ারে উপস্থিত ছিলেন, গর্বের সঙ্গে বলেন, “একজন বাঙালি হিসেবে আমি খুব গর্বিত। শর্মিলা ঠাকুর আবার বাংলা ছবিতে ফিরেছেন, এটা আমাদের জন্যে সত্যি গর্বের বিষয়। আমি এখনও ছবিটা দেখিনি, কিন্তু এত ভাল কথা শুনেছি যে আর অপেক্ষা করতে পারছি না।”

প্রসঙ্গত, ‘পুরাতন’ শুধু একটি ছবি নয়, এটি সময়, সম্পর্ক ও আত্মোপলব্ধির এক অনন্য কাহিনি। শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা সেনগুপ্তসহ অন্যান্য সকলের অভিনয় এবং সুমন ঘোষের পরিচালনায় এই ছবি যে দর্শকদের মনে দাগ কাটবে, তা বলাই বাহুল্য। বাংলার বুকে যা ইতিমধ্যেই প্রমাণিত।