‘বউ হয়ে তুমিও আসতে পারো আমার ঘরে’, বিয়ে বাড়িতে বিবাহপ্রস্তাব সোহিনীকে

Sohini Sarkar:

বউ হয়ে তুমিও আসতে পারো আমার ঘরে, বিয়ে বাড়িতে বিবাহপ্রস্তাব সোহিনীকে
সোহিনী সরকার।

|

Jan 23, 2024 | 2:51 PM

সম্প্রতি প্রিয় বান্ধবীর বিয়েতে গিয়েছিলেন সোহিনী সরকার। সেখানে গিয়ে দারুণ আনন্দ করেছেন তিনি। বন্ধুর সঙ্গে জমিয়ে তুলেছেন ছবি। মেরুন রঙের ভেলভেট ব্লাউজ় দেখা যায় তাঁর পরনে। মাথার মাঝখানে সিঁথি করে খোপা বেঁধেছিলেন চুলে। নাকে পরেছিলেন নথ। এবং কপালে টিপ। সোহিনী যে ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া, তাতে তাঁর মুখ দেখা গেলেও তাঁর বান্ধবীর মুখ একেবারেই দেখা যায়নি। বিষয়টি নিয়ে তিনি ট্রোলের মুখেও পড়েছেন। একজন তো তাঁকে বলেই দিয়েছেন যে, তিনি এটা কী করেছেন। বন্ধুর মুখ দেখা যাচ্ছে না। তাঁর মুখ ঢেকে দিয়ে নিজের মুখ দেখাচ্ছেন। কিন্তু সোহিনীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অনেকেই। কমেন্ট বক্সেই তাঁকে দিয়ে ফেলেছেন বিয়ের প্রস্তাবও।

সেই ব্যক্তি লিখেছেন, “বউ হয়ে তুমিও আসতে পারো আমার ঘরে”। কিন্তু তিনি কীভাবে যাবেন? সাম্প্রতিকতম গুঞ্জন, গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গেই নাকি ‘প্রেমের’ বন্ধনে জড়িয়েছেন সোহিনী। পুজোর সময় থেকেই তাঁদের বিশেষ বন্ধুত্ব নিয়ে গুজব শোনা যাচ্ছে। বিভিন্ন ঘরোয়া আড্ডাতেও তাঁদের একসঙ্গে পাওয়া গিয়েছে। তারপর বেড়াতে গিয়ে শোভন সোহিনীর সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন মনের কিছু কথা। অনেকে ধরেই নিয়েছিলেন পরোক্ষভাবে সোহিনীকে প্রেম জাহির করছেন শোভন। যদিও এ ব্যাপারে সরাসরিভাবে কেউই মুখ খোলেননি।

এদিকে সোহিনীর সঙ্গে সম্পর্ক ভেঙেছে তাঁর দীর্ঘদিনের প্রেমিক রণজয় বিষ্ণুর। অভিনেত্রী স্বস্তিকা ঘোষের সঙ্গে সম্পর্ক ভেঙেছে শোভনেরও। শোভনের সঙ্গে গায়িকা ইমন চক্রবর্তীরও প্রেম ছিল একটা সময়। তারপর তাঁর প্রেমিকার তালিকার নাম জোরে স্বস্তিকার। এখন সোহিনীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রটেছে।