কাঞ্চনকে ছাড়াই ব্রত পালন শ্রীময়ীর, সদ্য হাসপাতাল থেকে ফিরে কীসের উপোস?

Sneha Sengupta |

May 22, 2024 | 3:18 PM

Kanchan Mullick-Sreemoyee Chattoraj: মেয়ে-বউরা সারাদিন উপোস করে পালন করেন জৈষ্ঠ মাসের জয় মঙ্গলচণ্ডীর ব্রত। মায়ের সঙ্গেই শ্রীময়ী পালন করলেন এই ব্রত। ছুটে গেলেন মামার বাড়িতে। সেখানে রয়েছে দুর্গা মণ্ডপ। নিত্য পুজো হয় দুর্গা মন্দিরে। মাকে সঙ্গে নিয়ে মামার বাড়িতেই কাটল কিছুটা সময়।

কাঞ্চনকে ছাড়াই ব্রত পালন শ্রীময়ীর, সদ্য হাসপাতাল থেকে ফিরে কীসের উপোস?
কাঞ্চন এবং শ্রীময়ী।

Follow Us

দেবদ্বিজে খুব ভক্তি কাঞ্চন মল্লিকের তৃতীয় স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের। বিয়ের পর প্রথম মঙ্গলচণ্ডীর পুজো করলেন তিনি। প্রত্যেক বছর জৈষ্ঠ মাসে এই ব্রত পালন করা হয়। মেয়ে-বউরা সারাদিন উপোস করে পালন করেন এই ব্রত। মায়ের সঙ্গেই শ্রীময়ী পালন করলেন জয় মঙ্গলচণ্ডীর ব্রত। ছুটে গেলেন মামার বাড়িতে। সেখানে রয়েছে দুর্গা মণ্ডপ। নিত্য পুজো হয় দুর্গা মন্দিরে। মাকে সঙ্গে নিয়ে মামার বাড়িতেই কাটল কিছুটা সময়।

আর কাঞ্চন? তাঁকে দেখা যায়নি এদিন। সোশ্যাল মিডিয়ায় বেশকিছু ছবি শেয়ার করেছেন শ্রীময়ী। প্রত্যেকটি ছবিতেই রয়েছেন তিনি এবং তাঁর মা। এবং রয়েছেন মা দুর্গার মূর্তি। দুর্গা মণ্ডপ থেকে একাধিক সেলফি তুলেছেন শ্রীময়ী। কাঞ্চন ছিলেন নিজের কাজে ব্যস্ত। তাঁকে পাওয়াই যায়নি এদিন।

এর আগেও শিবরাত্রির দিন মায়ের সঙ্গে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলেন শ্রীময়ী। বিয়ের পর সব পুজো আচ্ছা মন দিয়ে পালন করছেন কাঞ্চনের ঘরণী। দোলের দিনও ঘটা করে পুজো করেছিলেন শ্রীময়ী। এদিন অবশ্য কাঞ্চন ছিলেন স্ত্রীর পাশে।

কিছুদিন আগে শ্রীময়ী ভর্তি ছিলেন হাসপাতালে। প্রচণ্ড গরমে শুটিং করতে-করতে শরীরে জলের অভাব দেখা দেয় তাঁর। ডিহাইড্রেশন হয়েছিল। তারপর তাঁকে হাসপাতালেও ভর্তি করাতে হয়। হাসপাতালে ভর্তি থাকাকালীন কাঞ্চনকে কার্যত অপমান করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাঞ্চনকে গাড়ি থেকে নেমে যেতে নির্দেশ দিয়েছিলেন তিনি। সটান বলে দিয়েছিলেন, কাঞ্চনকে দেখলে মহিলারা ক্ষেপে যাচ্ছেন। শ্রীময়ী প্রতিক্রিয়া স্বরূপ বলেছিলেন, “এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই তাঁদের বিয়েটা দিয়েছেন।”

Next Article