‘জন্মদিনেও কাঞ্চন কোনও উপহারই দেয়নি’, চটলেন শ্রীময়ী?

Sneha Sengupta |

Feb 23, 2024 | 12:32 PM

Kanchan Mallick: এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার কারণে কটূ কথা শুনতে হয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। তিনিই নাকি কাঞ্চনের সংসার ভেঙেছেন। এক পিতাকে দূরে করেছেন তাঁর সন্তানের থেকে। এক স্বামীকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্ত্রীর থেকে। প্রতিষ্ঠিত অভিনেতা এবং তৃণমূল বিধায়ক কাঞ্চনের ক্ষমতা এবং পয়সা দেখে নাকি তাঁর সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন শ্রীময়ী। এই সব অপবাদ সহ্য় করে শ্রীময়ী কী-কী সাফাই দিলেন?

জন্মদিনেও কাঞ্চন কোনও উপহারই দেয়নি, চটলেন শ্রীময়ী?
কাঞ্চন-শ্রীময়ী।

Follow Us

১০ জানুয়ারি, ২০২৪। দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দিয়েছেন অভিনেতা এবং উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। ১৪ ফেব্রুয়ারি, ২০২৪। কাঞ্চন বিয়ে করেছেন তাঁর ‘চর্চিত প্রেমিকা’ শ্রীময়ী চট্টরাজকে। কেবল পিঙ্কি নন, কাঞ্চনের আগেও একটি বিয়ে ছিল। অভিনেত্রী অনিন্দিতা দাসকে কাঞ্চন বিয়ে করেছিলেন এবং সংসার করেছিলেন সাড়ে সাত বছর। অনিন্দিতার সঙ্গে সংসার ভাঙে। দশ বছর সংসার করার পর পিঙ্কির সঙ্গেও সংসার ভাঙে কাঞ্চনের। তিনি তৃতীয় বিয়ে করেছেন শ্রীময়ী চট্টরাজকে। আগামী ৬ মার্চ সামাজিক বিয়েটা সারবেন শ্রীময়ী-কাঞ্চন।

শ্রীময়ী নাকি কাঞ্চনের সংসার ভেঙেছেন, এমনটাই কান পাতলে শোনা যায়। তাঁর কেরিয়ার শুরু হয়েছিল দশ বছর আগে। একটি ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করতেন শ্রীময়ী। সেই একই ধারাবাহিকে কাঞ্চন ছিলেন শ্রীময়ী বন্ধু হিসেবে। প্রথমেই প্রেম গড়ে ওঠেনি। তবে সেই জানা-শোনা থেকে বন্ধুত্ব, নির্ভরতার জায়গা এবং অবশেষে বিয়ে করেছেন কাঞ্চন-শ্রীময়ী। বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম, এক সন্তানের পিতার সঙ্গে প্রেম; কাঞ্চনের তথাকথিত চর্চিত প্রেমিকা শ্রীময়ীকে শুনতে হয়েছে নানা কটূ কথা। বন্ধু এবং প্রেমিকা ছাড়া আরও বিশেষণ ব্যবহার করে মন্তব্য করা হয়েছে কাঞ্চন সম্পর্কে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ী স্বয়ং।

এক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারের শ্রীময়ী সাফ বলেছেন, “আমি কাঞ্চনের ‘মাল’, এমন কথা শুনতে হয়েছিল আমাকে। অনেকে বলেছিলেন, আমি সংসার ভাঙছি। এক পিতাকে ছিনিয়ে নিচ্ছি তাঁর সন্তানের থেকে। স্বামীকে ছিনিয়ে নিচ্ছি তাঁর স্ত্রীর থেকে। বলা হয়েছিল, কাঞ্চন বিধায়ক বলে আমি তাঁর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছি। কাঞ্চন প্রতিষ্ঠিত বলে তাঁর পয়সা দেখে মেলামেশা করছি। কিন্তু বিশ্বাস করুন, আমাদের মধ্যে সে রকম সম্পর্ক কোনওদিনই ছিল না। হ্যাঁ, বন্ধুত্ব ছিল। নির্ভরতার জায়গা তৈরি হয়েছিল। কাঞ্চন জানত, আমার কাঁধটা আছে তাঁর জন্য। যে কাঁধে কষ্ট পেলেই মাথা রেখে কাঁদতে পারে। আমাকে কোনওদিনও কাঞ্চন জন্মদিনে একটা উপহারও দেয়নি। এর কারণ, আমার সেই চাহিদা নেই। ভালবেসে আলিঙ্গন করলেও অনেকটা পাশে থাকা হয়। কিন্তু আমাকে শুনতে হয়েছে, আমি নাকি কাঞ্চনের পয়সা দেখে তাঁর সঙ্গে মেলামেশা করছি, তাঁকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছি।”

একবার দুর্গাপুজোর সময় শ্রীময়ীর ঠাকুমা-ঠাকুরদার কাছে গিয়ে কাঞ্চন বলেছিলেন, “আমার জন্য এত বড় অপমান হয়েছে মেয়েটার। শ্রীময়ীয়ের সুনাম তৈরি করার দায়িত্বটাও আমারই। ডিভোর্স হয়ে গেলেই শ্রীময়ীকে আমি বিয়ে করব।” কথা রেখেছেন কাঞ্চন। পিঙ্ককে ১০ জানুয়ারি ডিভোর্স দিয়েই শ্রীময়ীকে ১৪ ফেব্রুয়ারি আইনিভাবে বিয়ে করেছেন কাঞ্চন।

Next Article