‘দেখতে বর বর, কিন্তু মস্ত বর্বর…’, সুবানের জন্য গান তিয়াসার
সম্প্রতি তিয়াসার ফ্যান ক্লাব থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে খুনসুটিতে মেতেছেন ওরা। দেব-শ্রাবন্তী অভিনীত শুধু তোমারই জন্য ছবির জনপ্রিয় গানের সঙ্গে লিপ মেলাচ্ছেন তিয়াসা।
তিয়াসা রায়, টলিপাড়ার অন্যতম পরিচিত মুখ। কারও কাছে তিনি কৃষ্ণকলি আবার কারও কাছে তিনি শ্যামা। তিয়াসার স্বামী সুবানও অভিনেতা। ব্যস্ততা রয়েছে দু‘জনেরই। কিন্তু তার ফাঁকেই সময় বার করে নেন ওঁরা। ফাঁক পেলে বেরিয়ে পড়েন ট্যুরেও। মাতেন খুনসুটিতেও।
সম্প্রতি তিয়াসার ফ্যান ক্লাব থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে মজায় মেতেছেন ওরা। দেব–শ্রাবন্তী অভিনীত শুধু তোমারই জন্য ছবির জনপ্রিয় গানের সঙ্গে লিপ মেলাচ্ছেন তিয়াসা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিয়াসা গানের সঙ্গে লিপ মেলালেও সুবান ব্যস্ত ফোন নিয়ে। গানের সুরে তিয়াসা বলছেন, “‘দেখতে বর বর, কিন্তু মস্ত বর্বর…একটা জুটে গেছে কপালে…”। স্বামী–স্ত্রীর খুনসুটি দেখে মজার কমেন্ট করেছেন অনুরাগীরাও। একজন লিখেছেন, “খুব ভাল লাগল দিদি“। আর একজনের বক্তব্য, “কারও যাতে নজর না লাগে…”।
সুবান এবং তিয়াসার ভালবাসার বিয়ে। উত্তর ২৪ পরগণার গোবরডাঙায় বড় হয়ে ওঠা সুবানের সঙ্গে তিয়াসার আলাপ থিয়েটারের গ্রুপে। সে সময় টলিপাড়ায় সুবান কাজ শুরু করে দিলেও তিয়াসা কলেজ ছাত্রী। তাঁকে অভিনয় জগতে নিয়ে আসেন সুবানই। বিয়ের পর ফেসবুকে সুবানের সঙ্গে তিয়াসার ছবি দেখে আচমকাই তিয়াসার কাছে অভিনয়ের প্রস্তাব আসে। শুরু হয় তাঁর নতুন পথ চলা। প্রথম ধারাবাহিক ‘কৃষ্ণকলি‘। আর প্রথম ধারাবাহিকেই বাজিমাত। শহরতলিতে বড় হওয়া তিয়াসা পরিচিতি পেতে শুরু করলেন ড্রয়িংরুমের আড্ডাতেও। ‘তিয়াসা এক্সপ্রেস‘ আজও একইরকম…।
View this post on Instagram