যে খবর পুরনো, পরিচালক ওম রাউতের ছবি ‘আদিপুরুষ’-এ রামের চরিত্রে অভিনয় করছেন প্রভাস। এবং রাবণ-এর চরিত্রে রয়েছেন সইফ আলি খান। এও খবর ছিল সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যানন। তবে এখনও তা নিশ্চিত হয়নি।
‘শুভ শক্তির সামনে অশুভ শক্তির পরাজয়’ এই কাহিনীকে ভিত্তি করেই পরিচালক ওম রাউত তৈরি করতে চলেছেন পৌরাণিক সিনেমা। যেখানে রাম এর চরিত্রে প্রভাস আর লঙ্কেশ সেফ আলি খান। ‘বাহুবলি’, ‘বাহুবলি-২’ এর পর আরও এক বার পৌরাণিক চরিত্রে দর্শকরা দেখবেন প্রভাস কে।
PRABHAS: #ADIPURUSH STARTS, MAHURAT ON 2 FEB 2021… #Adipurush [3D] commenced with motion capture – the technology commonly used in international cinema – today [19 Jan 2021]… Stars #Prabhas and #SaifAliKhan… Directed by #OmRaut. #Prabhas22 pic.twitter.com/3WzXNTH0WI
— taran adarsh (@taran_adarsh) January 19, 2021
আজ থেকে শুরু হল ‘আদিপুরুষ’-এর ছবির শুটিং। গোটা ছবি মোশন ক্যাপচার টেকনোলজিতে (এক পদ্ধতি যা বস্তু অথবা অভিনেতার নড়াচড়াগুলোকে নির্ণয় করে এবং সেগুলো ডিজিটালি রূপান্তর করে) শুটিং হবে। মূলত, আন্তর্জাতিক ছবিতে এই উন্নত মানের প্রযুক্তি ব্যবহৃত হয়। বেশ বড় বাজেট নিয়ে মাঠে নামচে চলেছে প্রযোজনা সংস্থা। গ্রাফিক্স এবং স্পেশ্যাল এফেক্টসে ভরপুর হতে চলেছে ‘আদিপুরুষ’।
খবর, ছবির মহরৎ হবে আগামী ২ ফেব্রুয়ারি। এবং সেদিন থেকে পুরোদস্তুর শুটিং শুরু হবে। হিন্দি ছাড়াও তেলগু, তামিল, মালায়লি এবং কন্নড় ভাষায় ছবি মুক্তি পাবে। প্রভাস আপাতত সালার ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন এবং অন্যদিকে সইফের হাতে রয়েছে ‘ভূত পুলিশ’-এর শুটিং এবং তারপর তিনি পিতৃত্বকালীন ছুটিও নিয়েছেন অভিনেতা।
#Adipurush Ceremony begins ??
Stay tuned for more updates ?
Young rebel star #Prabhas ❤ #SaifAliKhan @vfxwaala @rajeshnair06 @omraut pic.twitter.com/VhnYkglUoc
— CensoReports (@CensoReports) January 18, 2021
শোনা যাচ্ছে নিজের ওজন কমাতে উঠে পড়ে লেগেছেন অন্যদিকে সইফ ‘রাবণ’ চরিত্র ফুটিয়ে তোলার, নিজের বডি ল্যাঙ্গোয়েজ নিয়ে নিয়মিত অনুশীলন করছেন।
‘আদিপুরুষ’-এর প্রযোজক ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রাজেশ নাইয়ার। সব ঠিকটাক থাকলে ‘আদিপুরুষ’ রিলিজ হবে ১১ অগাস্ট ২০২২।