নায়িকা মানেই তিনি হবে স্বাস্থ্য সচেতন। মেপে মেপে খাবার খাবেন। খাবারের তালিকা থেকে বাদ যাবে কার্বোহাইড্রেট থেকে শুরু করে যাবতীয় উপাদান– ট্রেন্ড তো এমনই। কিন্তু তা যদি হয় উল্টো! মানে নায়িকা যদি খেয়ে ফেলেন ৭ পিস মাছ, এক হাঁড়ি ভাত, তবে? কী ভাবছেন? এও সম্ভব? বেশ কিছু বছর আগে অভিনেত্রী অদ্রিজা রায় জানিয়েছিলেন এমনই এক চমকপ্রদ তথ্য। শুধু কি তাই অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পাঁজাকোলে করে তুলে নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘দাদাগিরি’র মঞ্চেও। এই মুহূর্তে বলিউডের টেলিপাড়ায় কাজ করছেন অদ্রিজা। এক জনপ্রিয় হিন্দি সিরিয়ালের লিড তিনি। কিন্তু ওই যে বলে, ‘স্বভাব যায় না ম’লে’! সেখানে গিয়েও ঘটালেন একই কাণ্ড। কোলে তুলে নিলেন আরও এক নায়িকাকে। যা দেখে ভক্তদের মনে পড়ে যাচ্ছে তাঁর আগে বলা কথাগুলির কথা। একজন লিখেছেন, “আপনি সত্যি হাল্ক। এত শক্তি তো একজন নায়কেরও হবে না।”
খাওয়া নিয়ে কখনওই আপস করেন না অদ্রিজা। বিরিয়ানি খেয়ে ফেলতে পারেন দুই থেকে তিন প্লেট। যদিও ওজন কিছুতেই বাড়ে না তাঁর। বাংলা ছবিতে তাঁর উল্লেখযোগ্য চরিত্র ‘পরিণীতা’ ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বন্ধু। চরিত্রটি ছোট হলেও তিনি বেশ নজর কেড়েছিলেন।
এর আগে মুম্বইয়ে কাজের অভিজ্ঞতা নিয়ে টিভিনাইন বাংলার কাছে মুখ খুলেছিলেন অদ্রিজা। বলেছিলেন, “আমি জানি আমি এই জায়গায় আসতে কতটা পরিশ্রম করেছি। হিন্দি প্র্যাকটিস করতে হয়েছে। সমানে অডিশন দিতে হয়েছে। বম্বের সংসারটা পুরো একা হাতে সামলাচ্ছি। মা-বাবা মাঝেমধ্যে এসে থাকছেন কিন্তু এখানে সবটাই তো শূন্য থেকেই শুরু করতে হয়েছে। হ্যাঁ, এখানে অপশন বেশি। এটা ঠিক। কিন্তু প্রতিযোগিতাও বেশি। বাংলায় আমায় মানুষ চেনেন, বহু বছর কাজ করেছি। কিন্তু এখানে নতুন করে পরিচিতি তৈরি করতে হচ্ছে প্রতিনিয়ত।”