আমির-মাধবনের পর এ বার করোনা আক্রান্ত মিলিন্দ সোমান

ফিটনেস ফ্রিক, চিরসবুজ মিলিন্দের করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত তাঁর ভক্তরাও। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

আমির-মাধবনের পর এ বার করোনা আক্রান্ত মিলিন্দ সোমান
মিলিন্দ সোমান।
Follow Us:
| Updated on: Mar 25, 2021 | 11:06 PM

বলিউডে ফের করোনার হানা। আমির খান এবং আর মাধবনের পর করোনা আক্রান্ত হলেন মিলিন্দ সোমান। বৃহস্পতিবার টুইটারে করোনা আক্রান্ত হওয়ার খবর শেয়ার করেন মিলিন্দ নিজেই। টুইটারে মিলিন্দ লেখেন, “টেস্টেড পজেটিভ”। আপাতত বাড়িতেই কোয়রান্টিনে রয়েছেন তিনি।

বুধবার আমির খানের করোনা আক্রান্তের খবর জানা যায়। জানা যায়, তিনি নিজেকে কোয়ারেন্টিনে রেখেছেন। সহকারী ও সহযোগীদের সাবধানতা অবলম্বন করার আর্জিও জানিয়েছেন। ঠিক তার পরের দিন, অর্থাত্‍ বৃহস্পতিবার জানা যায় মাধবনও করোনা আক্রান্ত। থ্রি ইডিয়েটসের দুই ইডিয়ট-ই ভাইরাসের কবলে। এবার ভাইরাস হানা দিল মিলিন্দের বাড়িতেও।

ফিটনেস ফ্রিক, চিরসবুজ মিলিন্দের করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত তাঁর ভক্তরাও। অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা। সারা দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে। ইতিমধ্যেই সেখানে বেশ কিছু জায়গায় সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে। রেহাই পাচ্ছেন না সেলেব থেকে সাধারণ।প্রসঙ্গত, গত দু’সপ্তাহের মধ্যেই বলিপাড়ায় করোনা কাবু করেছে রণবীর কাপুর, কার্তিক আরিয়ান, সতীশ কৌশিক, সঞ্জয় লীলা ভন্সালীসহ একাধিক অভিনেতাকে।