কে করেছেন তাঁর সঙ্গে টম ক্রুজের তুলনা? জানালেন কঙ্গনা নিজেই

শুভঙ্কর চক্রবর্তী | Edited By: ishita marick

Feb 17, 2021 | 4:46 PM

তিনি হলিউড অভিনেতা টম ক্রুজের থেকেও থেকেও দক্ষ স্টান্ট পারফর্মার। এবং তারপর থেকেই নেটিজেনদের একের পর এক মিম-চুটকি ধেয়ে আসছিল কঙ্গনার দিকে।

কে করেছেন তাঁর সঙ্গে টম ক্রুজের তুলনা? জানালেন কঙ্গনা নিজেই
কঙ্গনা-টম।

Follow Us

চলতি মাসের প্রথমদিকে কন্ট্রোভার্সিয়াল কঙ্গনা রাণাওয়াত টুইটে লেখেন, ‘অভিনয়ের যে বিস্তার আমার আছে, এই মুহূর্তে পৃথিবীতে কোনও অভিনেত্রীর তা নেই। মেরিল স্ট্রিপের মতোর-ট্যালেন্ট আমারই আছে। গ্যাল গদতের মতো গ্ল্যামারাস এবং অ্যাকশন দৃশ্যেও আমি অনায়াসে অভিনয় করতে পারি।’

এখানেই শেষ নয়। আরও এক ধাপ এগিয়ে গিয়ে বাকি অভিনেত্রীদের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন কঙ্গনা। এরপর তিনি লেখেন, ‘এই পৃথিবীতে যদি কোনও অভিনেত্রী তাঁর অভিনয়ের মেধা আমার চেয়ে বেশি দেখাতে পারেন, আমি আমার ঔদ্ধত্য আর কোনও দিন দেখাব না। এ-ধরণের গর্ব করার মতো আতিশয্যতা আমার আছে।” তার কিছুক্ষণ পরে কঙ্গনা লেখেন, তিনি হলিউড অভিনেতা টম ক্রুজের থেকেও থেকেও দক্ষ স্টান্ট পারফর্মার। এবং তারপর থেকেই নেটিজেনদের একের পর এক মিম-চুটকি ধেয়ে আসছিল কঙ্গনার দিকে।

I am open for debate if anyone can show me more range and brilliance of craft than me by any other actress on this planet I promise to give up my arrogance, until then I can surely afford the luxury of pride #Thalaivi #Dhaakad pic.twitter.com/0RXB1FcM43

— Kangana Ranaut (@KanganaTeam) February 9, 2021

 

কিন্তু মঙ্গলবার কঙ্গনা বললেন যে তিনি কখনও নিজেকে তুলনা করেননি। তবে নিক পাওয়েল যিনি অন্যতম সেরা স্টান্ট ডিরেক্টর তিনি কঙ্গনার সঙ্গে ক্রুজের তুলনা করেন। কঙ্গনা শুধু নিকের বলা কথা শুধু বলেছেন মাত্র।

কঙ্গনা এক সংবাদের লিঙ্ক তুলে রিটুইট করে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘আমি কখনও দাবি করিনি। নিক পাওয়েল বিশ্বের অন্যতম সেরা স্টান্ট ডিরেক্টর দাবি করেছিলেন….আলিঙ্গন পাঠাচ্ছি এবং সঙ্গে বার্নল।’

 

 

সম্প্রতি অভিনেত্রী ভারতীয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম ‘কু’-এ নিজের অ্যাকাউন্ট খুললেন। সাইন আপ করার পর কঙ্গনা নিজের প্রোফাইল বিবরণে লিখলেন ‘রক্ত গরম একজন ক্ষত্রিয় নারী’। টুইটারে কঙ্গনা লিখলেন, ‘‘এটি আমার কু অ্যাকাউন্ট… আমি চাই আমার সব বন্ধুরা আমায় ডিরেক্ট মেসেজে করুক এবং ইয়োলো হার্টে যোগ দিন। কঙ্গনার আকর্ষণীয় ভাবনাগুলো শুনুন ‘কু’ অ্যাপে।’’

 

কঙ্গনা।

 

কু অ্যাকাউন্টে তাঁর ফ্যানেদের স্বাগত জানিয়ে উদ্বোধনী মেসেজে কঙ্গনা লেখেন, “সবাইকে নমস্কার… কাজ করার রাত, এটা ধক্কড় ক্র্যুয়ের সঙ্গে লাঞ্চ ব্রেক। কেন এখন ‘কু’ নয়। পরিচিত হওয়ার জন্য এটা এক নতুন জায়গা। ভাড়ার জায়গা ভাড়ারই হয়। তোমার নিজের জায়গা তোমারই থাকে।”

 

Next Article