১১৪ কিলোমিটার বেগে মুম্বইনগরীতে ধেয়ে এসেছিল ঘূর্ণিঝড় তাউটে। ঝড়-জলের দাপটে ভেসে গিয়েছে পশ্চিম উপকূল। একে তো করনোর বেড়ে চলা প্রকোপ তার উপর বছরের প্রথম ঘূর্ণিঝড়ের কবল। এ যেন গোদের উপর বিষ ফোঁড়া।
মে মাসে মুম্বইতে সর্বাধিক বৃষ্টিপাত এনেছে এই বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং এলাকার বহু গাছের শিকড় মাটি থেকে উপড়ে গিয়ছে এবং এর কারণে শহর ও রাস্তাঘাটগুলোতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। বান্দ্রার পালি হিলে রণবীর কাপুরের নতুন বাড়ির বাইরের গলিটি, যা বর্তমানে সংস্কার করা হচ্ছিল, একটি বিশাল গাছ বাড়ির রাস্তা আটকে পড়ে থাকে। এটি একেবারে নির্মাণ সাইটের প্রাঙ্গনে পড়েছে। গাছ পড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে নির্মাণ সাইটের আশেপাশে বেড়া। গত কয়েক মাস ধরে রণবীর কাপুর এবং তাঁর বান্ধবী আলিয়া সংস্কার কাজের দেখভাল করতে প্রায়শই নির্মিয়মাণ সাইটে যান। রণবীরের মা নীতু কাপুরকেও দেখা গিয়েছে যুগলের সঙ্গে।
আরও পড়ুন ভয় করো-না: থ্যালাসেমিয়া আক্রান্তকে রক্ত দান অভিনেত্রীর, উদ্যোগে সামিলের অনুরোধ সুদীপ্তার
অন্যদিকে মুম্বইয়ের আরেকদিকে, ঋত্বিক এবং অক্ষয় কুমারের বাংলো গাছ পড়ে আটকে গিয়েছে। এদিকে, জুহুতে, টিভি সিজারিনা একতা কাপুরের বাড়ির বাইরের গলিতে ঘূর্ণিঝড়ের সময় পড়ে থাকা বেশ কয়েকটি গাছের কারণে অবরুদ্ধ ছিল।
কিছুদিন আগে ঘূর্ণিঝড় তাউটে নিয়ে টুইট করে মুম্বইবাসীদের সতর্ক করেছিলেন খোদ বিগ বি। লিখেছিলেন ‘#সাইক্লোন তাউটের প্রভাব শুরু হয়ে গিয়েছে… মুম্বইতে বৃষ্টি হচ্ছে… দয়া করে নিরাপদে থাকুন এবং সুরক্ষিত থাকুন… প্রার্থনা রইল।’ কিন্তু নিরাপদে থাকতে পারলেন না তিনি নিজেই। সোমবার সাইক্লোন তাউটের প্রভাব থেকে রেহাই মেলেনি তাঁর অফিস, (যার নাম জনক) কিংবা তাঁর কর্মচারীদরও। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর অফিস। কর্মচারীরা মেরামতির কাজ চালাচ্ছিল, তাঁরাও পড়েছেন তাউটের কবলে। ভিজে গিয়েছে তাঁদের জামাকাপড়। অমিতাভ নিজে তাঁর ওয়ার্ডরোব থেকে কর্মচারীদের জন্য এনে দিয়ছেন পোশাক।