
সাইয়ারার হাত ধরে বহুদিন বাদে ব্লকবাস্টার পেল বলিউডের বক্সঅফিস। ইতিমধ্যেই ৫০০ কোটি আয় করেছে পরিচালক মোহিত সুরির এই লাভ স্টোরি। তবে শোনা যাচ্ছে, রিলের এই লাভ স্টোরি নাকি রিয়েলেও আহান ও অনীতের মন জয় করেছে!
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি সাইয়ারা জুটি আহান ও অনীতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একটি শপিং মলে দুজনে মিলে শপিং করছেন। শুধু তাই নয়, অনীতের হাত ধরেই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে আহান পাণ্ডেকে। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই গুঞ্জনপাড়ায় শোরগোল অনীত ও আহান নাকি প্রেম করছেন। এমনকী, রটেছে সাইয়ারা ছবির শুটিং ফ্লোর থেকেই নাকি এই প্রেমের শুরুওয়াত। তবে ভিডিয়ো ভাইরাল হলেও, এই নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি।
চাঙ্কি পাণ্ডের ভাইপো হলেন আহান পাণ্ডে। তাঁর বাবা চিকি পাণ্ডে নামকরা শিল্পপতি। তাঁদের ব্যবসা দেশে-বিদেশে ছড়িয়ে। তাই সেভাবে স্টাগ্রল দেখতে হয়নি আহানকে। স্নাতক ডিগ্রি শেষ করেই বাবার ব্যবসায় হাত দেন আহান। সেখানেও সফল হন। কিন্তু মনে মনে ছিল সিনেমায় আসবেন। তাই যশরাজ ব্য়ানারে তৈরি বহু ছবির সহকারী পরিচালক ছিলেন আহান। আর সেখান থেকেই মেলে বড় ব্রেক। তথ্য বলছে, আহানের একেবারে নিজস্ব সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি টাকা। ‘সাইয়ারা’ ছবির জন্য আহান পেয়েছেন, সাড়ে তিন কোটি টাকা।
বিজ্ঞাপন থেকেই কেরিয়ার শুরু করেন অনীত পাড্ডা। তারপর ওয়েব সিরিজ। অনীতের কাছে সাইয়ারা হল বড় ব্রেক। আর সেই বড় সুযোগের সঠিক ব্যবহার করেছেন অনীত। দুরন্ত অভিনয়ে অনীত বুঝিয়ে দিয়েছেন, তিনি নতুন প্রজন্মের অন্যতম ট্যালেন্টেড অভিনেত্রী। স্নাতক ডিগ্রি শেষ করেই মডেলিং ও বিজ্ঞাপন জগতে আসেন অনীত। উচ্চ মধ্যবিত্ত পরিবারেই বড় হয়েছেন। তথ্য বলছে, তাঁর সম্পত্তির পরিমাণ ৪ কোটি টাকা। সাইয়ারা ছবিতে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক ছিল ২.৫ কোটি টাকা।