গোমাংস বিতর্কের মধ্যেই সুদীপার জীবনে আনন্দের ছোঁয়া, অবশেষে মিলল স্বস্তি?

Sudipa Chatterjee: সময়টা কিছুতেই ভাল যাচ্ছে না অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের। বাংলাদেশের এক কুকারি শো-য়ে গোমাংস রান্না বিতর্কের জেরে তুমুল আক্রমণের শিকার হতে হয়েছে তাঁকে।

গোমাংস বিতর্কের মধ্যেই সুদীপার জীবনে আনন্দের ছোঁয়া, অবশেষে মিলল স্বস্তি?
স্বামীর সঙ্গে সুদীপা।

Jul 09, 2024 | 10:05 PM

সময়টা কিছুতেই ভাল যাচ্ছে না অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের। বাংলাদেশের এক কুকারি শো-য়ে গোমাংস রান্না বিতর্কের জেরে তুমুল আক্রমণের শিকার হতে হয়েছে তাঁকে। ছাড় পায়নি তাঁর পরিবার ও একরত্তি ছেলে আদিদেবও। তবে এত সব বিতর্কের মধ্যে অবশেষে যেন তাঁর জীবনে খানিক শান্তি। আজ অর্থাৎ মঙ্গলবার সুদীপার জীবনে এক বিশেষ দিন। তাঁর ১৫ বছরের বিবাহ-বার্ষিকী। স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে তাই ভালবাসা উজাড় করে এক পোস্ট করেছেন সঞ্চালিকা।

একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “হাসি- কান্নায়” কেটে যাওয়া, ১৫ টা বছরের দিকে ফিরে তাকিয়ে দেখি- পথের মাঝে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে,কত “হীরা-পান্না”… আমি কুড়িয়ে রাখলাম।” অগ্নিদেবের দ্বিতীয় স্ত্রী সুদীপা। তাঁদের বিয়ে নিয়েও কম আলোচনা হয়নি। সুদীপার সঙ্গে অগ্নিদেবের বয়সের ফারাক, লিভ ইন সম্পর্ক নিয়ে চলেছে কাটাছেঁড়া। তবে এত সব কিছুর পরেও আজও একসঙ্গে রয়েছেন তাঁরা। রয়েছেন ভালবাসায়। ঘরোয়া উদযাপন হয়েছে আজ সকাল থেকেই। হয়েছে বাইরে গিয়েও খাওয়াদাওয়া। হাজার হোক, ১৫ বছরের পথচলা বলে কথা।

সুদীপার কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন স্বামী অগ্নিদেবও। তাঁর সন্তানের মৃত্যু কামনায় প্রতিবাদ জানিয়েছিলেন বাবা। তবু বিতর্ক কিছুতেই পিছু ছাড়েনি তাঁর। সে সময় টিভিনাইন বাংলাকে সুদীপা বলেন, “ভাল থাকার চেষ্টা করছি। আমার ছেলেটাকে আজ এতদিন হল স্কুলে পাঠাতে পারিনি। দেখি কিছু দিন পর হয়তো পাঠাতে পারব। পুলিশ খুব সাহায্য করছে। ওরা জানিয়েছেন নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে।” তবে সময় কখনও একভাবে যায় না। অবশেষে আবার স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন সুদীপা। পাশে পেয়েছেন গোটা পরিবারকে।