
গত কয়েক দিন ধরেই দ্বিতীয় বিয়ের কারণে চর্চায় বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। হৃতিকা গিরির সঙ্গে হিরণের বিয়ের ছবি ভাইরাল হয়। এরপর প্রথম বউ অনিন্দিতা চট্টোপাধ্যায় এফআইআর করেছেন হিরণের বিরুদ্ধে। এই ঘটনার পর কয়েক দিন হিরণকে যোগাযোগ করা যায়নি। তিনি ফোন করেননি বা মেসেজের উত্তর দেননি।
তবে বৃহস্পতিবার দুপুরে TV9 বাংলার কাছে মুখ খুললেন হিরণ। তিনি লেখেন, ”যেহেতু বিষয়টা বিচারাধীন, তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। আপনাদের টেক্সটের সৌজন্যের জন্য ধন্যবাদ।” এরপর হিরণ জুড়ে দিলেন, ”আমি সবসময় বিশ্বাস করে এসেছি যে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের বিষয়গুলো প্রয়োজন হলে শুধুমাত্র আদালতের মাধ্যমেই নিষ্পত্তি হওয়া উচিত, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়। আমি মর্যাদা ও দায়িত্ববোধ নিয়ে কথা বলছি। আমি নিয়াসার বাবা, এবং আমার কন্যার প্রতি আমার ভালোবাসা, দায়িত্ব ও অঙ্গীকার সবকিছুর ঊর্ধ্বে।পারিবারিক বিষয় নিয়ে প্রকাশ্য আলোচনা আমার আত্মসম্মান ও আমি যে মূল্যবোধ ধারণ করি তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমি আশা করি, গোপনীয়তা রক্ষা করা, পারিবারিক জীবনের সম্মান বজায় রাখা এবং নারীদের প্রতি সম্মান প্রদর্শনের আমার সিদ্ধান্তটি বোঝা হবে এবং সম্মান জানানো হবে।”
লক্ষণীয় অনিন্দিতা যখন থানায় অভিযোগ করেন হিরণের বিরুদ্ধে, তখন তাঁর পাশে ছিলেন নিয়াসা। বাবার উপর ক্ষোভ উগরে দেন জনসমক্ষেই। সম্প্রতি হিরণ-অনিন্দিতার একটা ব্যক্তিগত কথোপকথনের অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেটা কি আসল নাকি নকল? এই ব্যাপারে অনিন্দিতাকে প্রশ্ন করা হলেও, তিনি জানিয়েছেন বিষয়টা এখন বিচারাধীন হওয়ার কারণে কোনও মন্তব্য করতে পারবেন না।