AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অমিতাভের নাতির প্রথম ছবি আদৌ ভালো ফল করতে পারল?

বছরের প্রথম বলিউড ছবি 'ইক্কিস' ১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির তারিখ পরিবর্তনের পর অগস্ত্য নন্দা আর ধর্মেন্দ্র অভিনীত এই যুদ্ধভিত্তিক ছবিটি একটি চ্যালেঞ্জের মুখে পড়ে—রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর' ছবির নতুন সংস্করণ মুক্তি পাওয়ায়। অগস্ত্য নন্দার প্রেক্ষাগৃহে অভিষেক ঘটানো 'ইক্কিস' সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হলেও বক্স অফিসে তুলনামূলকভাবে কম আয় করেছে। নতুন বছর যুদ্ধভিত্তিক ছবির জন্য আশাব্যঞ্জক মনে হলেও 'ইক্কিস' ১০ কোটি টাকার গণ্ডি ছুঁতে পারেনি।

অমিতাভের নাতির প্রথম ছবি আদৌ ভালো ফল করতে পারল?
| Edited By: | Updated on: Jan 02, 2026 | 8:36 AM
Share

বছরের প্রথম বলিউড ছবি ‘ইক্কিস’ ১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির তারিখ পরিবর্তনের পর অগস্ত্য নন্দা আর ধর্মেন্দ্র অভিনীত এই যুদ্ধভিত্তিক ছবিটি একটি চ্যালেঞ্জের মুখে পড়ে—রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবির নতুন সংস্করণ মুক্তি পাওয়ায়। অগস্ত্য নন্দার প্রেক্ষাগৃহে অভিষেক ঘটানো ‘ইক্কিস’ সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হলেও বক্স অফিসে তুলনামূলকভাবে কম আয় করেছে। নতুন বছর যুদ্ধভিত্তিক ছবির জন্য আশাব্যঞ্জক মনে হলেও ‘ইক্কিস’ ১০ কোটি টাকার গণ্ডি ছুঁতে পারেনি।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ ভারতের সর্বকনিষ্ঠ পরম বীর চক্র প্রাপক অরুণ খেতরপালের জীবন তুলে ধরে। ১৯৭১ সালের ভারত-চিন যুদ্ধে মাত্র ২১ বছর বয়সে তিনি দেশের জন্য প্রাণ উৎসর্গ করেন। জয়দীপ আহলাওয়াতের মতো অভিজ্ঞ অভিনেতাদের সঙ্গে অভিনয় করা এই ছবি, জোয়া আখতার পরিচালিত নেটফ্লিক্সের ‘আর্চিজ’–এর পর অগস্ত্য নন্দার দ্বিতীয় কাজ। লক্ষণীয়, অমিতাভ নাতির প্রথম ওয়েব সিরিজ ফ্লপ। এবার কি প্রথম ছবিও ভালো ব্যবসা করতে পারবে না? চর্চা শুরু হয়েছে চাই নিয়ে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ইক্কিস ৭ কোটি টাকা আয় করেছে। নববর্ষ উদ্‌যাপনের মাঝে সপ্তাহের মাঝামাঝি মুক্তি পাওয়ায়, প্রথম সপ্তাহান্তে ছবিটির পারফরম্যান্স আরও ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ইক্কিস–এর মুক্তির তারিখ ২০২৫ সালের বড়দিনে নির্ধারিত ছিল। তবে আদিত্য ধর পরিচালিত মেগা ব্লকবাস্টারের প্রভাব এড়াতে তা পিছিয়ে দেওয়া হয়।২০২৫-এ অপেক্ষাকৃত নতুন মুখদের নিয়ে ‘সাইয়ারা’ বক্স অফিসে দারুণ ফল করেছে। সেই তুলনায় অগস্ত্য অনেকটাই পিছিয়ে গেলেন।