বলিউডে লঞ্চ হচ্ছেন চাঙ্কি পাণ্ডের পরিবারের আর এক সদস্য, কে ইনি?

অভিনেতা চাঙ্কি পাণ্ডে মেয়ে অনন্যা পাণ্ডে স্ট্রাগল নিয়ে বহু ট্রোল হলেও নিজের গতিতেই এগোচ্ছে তাঁর কেরিয়ার। তবে এবার পরিচালক মহিত সুরির আগামী ছবি 'সাইয়ারা'-তে নবাগত অভিনেতা রোম্যান্টিক হিরো হিসেবে লঞ্চ হচ্ছেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাইপো আহান পাণ্ডে।

বলিউডে লঞ্চ হচ্ছেন চাঙ্কি পাণ্ডের পরিবারের আর এক সদস্য, কে ইনি?

| Edited By: জয়িতা চন্দ্র

May 29, 2025 | 5:05 PM

বলিউডের নেপোটিজম বহুবার চর্চায় উঠে এলেও এর কোনও প্রভাব সিনেমা ইন্ডাস্ট্রির অন্দরে কোনও হেলদোল তোলে না। এবার আবার এক তারকা পরিবারের সদস্য যশরাজ প্রযোজনা সংস্থার মাধ্যমে ডেবিউ করতে চলেছে। অভিনেতা চাঙ্কি পাণ্ডে মেয়ে অনন্যা পাণ্ডে স্ট্রাগল নিয়ে বহু ট্রোল হলেও নিজের গতিতেই এগোচ্ছে তাঁর কেরিয়ার। তবে এবার পরিচালক মহিত সুরির আগামী ছবি ‘সাইয়ারা’-তে নবাগত অভিনেতা রোম্যান্টিক হিরো হিসেবে লঞ্চ হচ্ছেন অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাইপো আহান পাণ্ডে।

যশরাজ তাঁদের রোম্যান্টিক ছবির জন্য বিখ্যাত। আর রোমান্টিক ছবির হিট মেশিন বলা হয় পরিচালক মোহিত সুরিকে। এই রোম্যান্টিক ছবিতে আহান পাণ্ডের বিপরীতে হিরোইন হিসেবে দেখা যাবে অনিত পাড্ডাকে। অনিত এর আগে অবশ্য তাঁর ছবি ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ এ অভিনয়ের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এবার তাঁকে দেখা যাবে রোম্যান্টিক ছবিতে। আগামী ১৮ জুলাইতে এই ছবি বড় পর্দায় মুক্তির কথা। এই ছবি মুক্তির পর বোঝা যাবে বলিউড কি আরও একটি রোম্যান্টিক হিরো পেতে চলেছে? আপাতত ৩০ মে এই ছবির ট্রেলার আসতে চলেছে।

পরিচালক মোহিত সুরির আগের ছবি ‘হামারি আধুরি কাহানি’ হোক বা ‘আশিকি২’ বা ‘হাফ গার্ল ফ্রেন্ড ‘ দর্শকদের খুব পছন্দ হয়েছে এবার মোহিতের হাত ধরে ‘সাইয়ারা ‘ বক্স অফিসে কতটা লক্ষ্মী লাভ করে সেটা দেখার। আবার মোহিতের ছবি থেকেই আহান পাণ্ডে কি হিন্দি ছবির নতুন রোম্যান্টিক হিরো হতে পারবে সেটা সময় বলবে।