
একেবারে নতুন জুটি। আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। পরিচালক মোহিত সূরির ম্যাজিকে তাঁদের ‘সাইয়ারা’ প্রেম বক্স অফিসে ব্লকবাস্টার। হিসেব বলছে, ইতিমধ্যেই এই ছবি ৪৮০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। আর এবার সেই ছবিই মুক্তি পেতে চলেছে ওটিটিতে।
‘সাইয়ারা’র হাত ধরে বহুদিন বাদে ব্লকবাস্টার পেল বলিউডের বক্সঅফিস। তবে শোনা যাচ্ছে, রিলের এই লাভ স্টোরি নাকি রিয়েলেও আহান ও অনীতের মন জয় করেছে!
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি সাইয়ারা জুটি আহান ও অনীতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একটি শপিং মলে দুজনে মিলে শপিং করছেন। শুধু তাই নয়, অনীতের হাত ধরেই ঘুরে বেড়াতে দেখা গিয়েছে আহান পাণ্ডেকে। আর এই ভিডিয়ো ভাইরাল হতেই গুঞ্জনপাড়ায় শোরগোল অনীত ও আহান নাকি প্রেম করছেন। এমনকী, রটেছে সাইয়ারা ছবির শুটিং ফ্লোর থেকেই নাকি এই প্রেমের শুরুওয়াত। তবে ভিডিয়ো ভাইরাল হলেও, এই নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম মন্তব্য পাওয়া যায়নি। আর এই প্রেম গুঞ্জনকে সঙ্গে নিয়েই আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে আহান ও অনীতের ছবি সাইয়ারা। নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবি।