প্রথম কেমো নিয়েই শুটিং শুরু ঐন্দ্রিলার, ‘সাবাস’, বলছেন অনুরাগীরা

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে ক্যানসার ধরা পড়েছিল ঐন্দ্রিলার। কেমো-রেডিয়েশনের পর সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।

প্রথম কেমো নিয়েই শুটিং শুরু ঐন্দ্রিলার, ‘সাবাস', বলছেন অনুরাগীরা
ঐন্দ্রিলা শর্মা।
Follow Us:
| Updated on: Mar 09, 2021 | 11:37 PM

দিল্লির বেসরকারি হাসপাতালে প্রথম কেমোথেরাপি নিয়ে কলকাতা ফিরেই ধারাবাহিকের শুটিং শুরু করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সেই ছবিই ইনস্টাগ্রামে শেয়ার করে ঐন্দ্রিলা লেখেন, “কেমোর পরে প্রথম দিনের শুট”। আপ্লুত ঐন্দ্রিলার সহকর্মীরা। মারণ রোগের চোখ রাঙানিকে নিমেষে তুড়ি মেরে উড়িয়ে প্রিয় অভিনেত্রীর ‘ব্যাক ইন ট্র্যাক’-এর ঘটনায় আবেগে ভাসছেন তাঁরা।

এ বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি পিঠে অসহ্য ব্যথা হতে শুরু করে ঐন্দ্রিলার। এর পরেই ডাক্তারি পরীক্ষায় ফুসফুসে টিউমার ধরা পড়ে ঐন্দ্রিলার। তড়িঘড়ি দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। হয় বায়োপসিও। বায়োপ্সির রিপোর্টে ডান দিকের ফুসফুসের লোয়ার লোবে ৭ সেমি এক ম্যালিগন্যান্ট টিউমার ধরা পড়ে তাঁর।

দুঃসময়ে ঐন্দ্রিলার পাশে থাকার বার্তা নিয়ে দিল্লি উড়ে যান তাঁর বন্ধু সব্যসাচী চৌধুরী। শুরু হয় চিকিৎসা। টিভিনাইন বাংলাকে সব্যসাচী জানান, “ভেঙে পড়েছিল ঐন্দ্রিলা। দ্বিতীয় বার আবার ক্যানসার ওকে কাবু করবে কিছুতেই মেনে নিতে পারছিল না মেয়েটা। বলেছিল চিকিৎসা করাবে না। বার বার বলছিল আমাকে বাড়ি নিয়ে চল, আমাকে বাড়ি নিয়ে চল”

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালে ক্যানসার ধরা পড়েছিল ঐন্দ্রিলার। কেমো-রেডিয়েশনের পর সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি।

এ বার মোট চারটে কেমো সাইকেল নিতে হবে ঐন্দ্রিলাকে। প্রথমটি নেওয়া হয়ে গিয়েছে। দ্বিতীয়টি শুরু হবে কিছু দিন পর। তবে এর মাঝেই শুট শুরু করে ঐন্দ্রিলা আর এক পোস্টে তাঁর ছোট চুলের ছবি শেয়ার করে লিখেছেন, “শর্ট হেয়ার, ডোন্ট কেয়ার”। কেমোতে চুল উঠবে জানেন তিনি। তবে জানেন না হার মানতে। আরও একবার প্রমাণ করে দিতে চান ক্যানসার মানেই ‘নো অ্যানসার’ নয়।