বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই মেয়ের হাত ধরে দেশ ছাড়েন ঐশ্বর্য, ১৭ দিন গড়াতেই…
Aishwarya Rai Bachchan: যদিও অভিষেক বচ্চন মোটেও মেনে নিতে পারছেন না তাঁর ব্যক্তি জীবন নিয়ে এত আলোচনা। বরাবরই এই জুটি ব্যক্তিজীবন প্রকাশ্যে আনতে চান না। ফলে বচ্চন পরিবারকে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি।
ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে নিয়ে বেশ কিছুদিন মাস ধরেই চলছে নানা জল্পনা। জুটির সম্পর্কে নাকি ধরেছে ফাটল। দূরত্ব বেড়েছে ঐশ্বর্য ও অভিষেকের, এমনটাই মত নেটিজ়েনদের একশ্রেণির। যদিও প্রকাশ্যে আসা একাধিক ছবিও যেন সেই জল্পনাকে উষ্কে দিয়ে থাকে। কখনও ঐশ্বর্যের আরাধ্যা একই অনুষ্ঠানে পরিবারের থেকে আলাদা হাজির হচ্ছেন, কখনও আবার পরিবারের গেটটুগেদারে থাকছেন না তাঁরা। অভিষেকের সঙ্গে আরাধ্যাকে প্রায় দেখা যায় না বললেই চলে। এমনই অবস্থায় সম্পর্কের বিচ্ছেদের খবর যেন আরও মাথাচারা দিয়ে ওঠে। শোনা যায় ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চন একই ছাদের তলায় আর থাকছেন না। বচ্চন পরিবার নাকি ছেড়েছেন ঐশ্বর্য। আর এই খবরে আরও ঘি ঢালে কয়েকদিন আগের ঘটনা।
মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে দেশ ছাড়েন ঐশ্বর্য। বেশ কিছুদিনের জন্য বিদেশেই ছিলেন তিনি। তবে থেকেই যেন বিচ্ছেদ জল্পনা আরও বেড়ে যায়। যদিও খুব বেশিদিনের জন্য দেশ ছাড়েননি বিশ্বসুন্দরী। তিনি মাত্র ১৭ দিনের মাথায় আবারও মেয়ের হাত ধরে ফিরলেন দেশে। বিমানবন্দরে তাঁকে দেখা মাত্রই স্বস্তিতে ভক্তমহল। ঝড়ের গতিতে ভাইরাল হতে দেখা যায় সেই ভিডিয়ো।
View this post on Instagram
একদিকে যেমন বিচ্ছেদের গঞ্জন তুঙ্গে, তেমনই অপর দিকে ঐশ্বর্য রাই বচ্চন কিংবা অভিষেক বচ্চনের চোখে মুখে বিন্দুমাত্র চিন্তার ভাঁজ পড়তে দেখা যায়নি। যদিও ঘনিষ্টসূত্রে খবর, এই বিষয়টা মোটেও ভাল চোখে দেখছেন না অভিষেক। যার প্রভাব পড়ছে তাঁর কর্ম জীবনে, মাঝে মধ্যেই এই বিষয়টা তাঁকে বিরক্ত করছে। সব মিলিয়ে অভিষেক বচ্চন মোটেও মেনে নিতে পারছেন না তাঁর ব্যক্তি জীবন নিয়ে এত আলোচনা। বরাবরই এই জুটি ব্যক্তিজীবন প্রকাশ্যে আনতে চান না। ফলে বচ্চন পরিবারকে এই নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি।