জয়ার জন্যই বাড়িছাড়া ঐশ্বর্যা? হোলির আগের রাতে বচ্চনদের সব সত্যি সামনে
Aiswarya Rai: কিছু দিন আগেই শ্বেতা বচ্চনের জন্মদিন ছিল। দিদি শ্বেতার জন্য সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছিলেন অভিষেক বচ্চন। তবে ননদকে নিয়ে একটা বাক্যও খরচ করতে দেখা যায়নি ঐশ্বর্যাকে।

\তাঁদের নিয়ে কত্ত রটনা। শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি প্রথম থেকেই বনিবনা নেই ঐশ্বর্যা রাই বচ্চনের! শুধু কি তাই? সাম্প্রতিক কালে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের সম্পর্কের অবনতির যে গুঞ্জন রটেছে তাতেও দায়ী করা হয়েছে জয়াকে। বিভিন্ন সূত্রের দাবি, শাশুড়ির জন্যই নাকি মেয়েকে নিয়ে আপাতত মায়ের কাছে আছে বিশ্বসুন্দরী। তবে দোলের আগের রাতেই বদলে গেল যাবতীয় হিসেবে নিকেশ। কোথায় ঝামেলা? কোথায় শাশুড়ি-বউমার ঝগড়ার রগরগে গসিপ?
বচ্চনদের বাড়িতেই একসঙ্গে ‘হোলি কা দহন’ অর্থাৎ ন্যাড়াপোড়ায় অংশ নিলেন সকলে। জয়া বচ্চন থেকে শুরু করে অমিতাভ, অভিষেক, ঐশ্বর্যা, আরাধ্যা– হাজির ছিলেন সকলেই। এখানেই শেষ নয়, অভিষেকের দিদি তাঁর দুই ছেলে মেয়ে অগস্ত্য ও নভ্যাকে নিয়েও উপস্থিত ছিলেন এই পারিবারিক অনুষ্ঠানে। হাসিমুখেই একসঙ্গে সেলিব্রেশনে মেতে উঠলেন তাঁরা।
কিছু দিন আগেই শ্বেতা বচ্চনের জন্মদিন ছিল। দিদি শ্বেতার জন্য সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট করেছিলেন অভিষেক বচ্চন। তবে ননদকে নিয়ে একটা বাক্যও খরচ করতে দেখা যায়নি ঐশ্বর্যাকে। মাস দুয়েক আগেই ছিল ঐশ্বর্যার জন্মদিন। তবে স্ত্রীর জন্মদিনে কোনও আবেগমাখা পোস্ট করতে দেখা যায়নি অভিষেককে। স্ত্রীর একটি ছবি শেয়ার করে লিখেছিলেন শুভ জন্মদিন– ব্যস, এইটুকুই! নেটিজেনদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছিল, “দিদির বেলায় এত কিছু! স্ত্রীর বেলায় কিচ্ছু নেই!” যদিও সেই নিয়ে মুখ খোলেননি বচ্চন পরিবারের কোনও সদস্যই। আপাতত, দোল উৎসব নিয়েই ব্যাপক ব্যস্ত তাঁরা।





