কীভাবে হাতে চোট পেলেন ঐশ্বর্যা? অবশেষে সামনে এল আসল কারণ
Aishwarya Rai: কানে ঐশ্বর্যা কেমন সাজবেন, তা নিয়ে সকলের মনে ছিল নানা প্রশ্ন। তাঁর দুই দিনের লুক সামনে আসতে যদিও খুব একটা খুশি হননি জনসাধারণ। তাঁদের বক্তব্য, ভাল লাগছে না বিশ্বসুন্দরীকে। যদিও বিপরীত মন্তব্যও করেছেন অনেকেই।

কিছু দিন আগেই কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার পথে দেখা গিয়েছিল ঐশ্বর্যা রাই বচ্চনের হাতে প্লাস্টার। কী হয়েছে? তা প্রশ্ন করলেও রাইসুন্দরীর তরফে মেলেনি কোনও উত্তর। তবে অবশেষে সামনে এল আসল কারণ। জানা গেল কেন হাতে প্লাস্টার নিয়ে ঘুরতে হচ্ছে অভিনেত্রীকে?
সূত্র জানাচ্ছে, “হাতের কবজি পড়ে গিয়ে ভেঙে গিয়েছে তাঁর। কিন্তু এখনও পর্যন্ত কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার রেওয়াজ তিনি বাদ দেননি। তাই হাত ভাঙলেও সেই রীতির অনিয়ম ঘটাননি তিনি। ওই ভাঙা হাত নিয়েই পৌঁছে গিয়েছেন বিদেশের মাটিতে।” সঙ্গে গিয়েছে তাঁর আদরের কন্যা আরাধ্যা রাই বচ্চন। জানা যাচ্ছে, ফ্রান্সে কানে যোগ দেওয়ার আগে চিকিৎসকদের সঙ্গে অবশ্য একপ্রস্থ আলোচনাও হয়েছে তাঁর। তাঁরা জানিয়েছেন কান থেকে ফিরে এলে হাতে অস্ত্রোপচার করতে হবে তাঁর।
কানে ঐশ্বর্যা কেমন সাজবেন, তা নিয়ে সকলের মনে ছিল নানা প্রশ্ন। তাঁর দুই দিনের লুক সামনে আসতে যদিও খুব একটা খুশি হননি জনসাধারণ। তাঁদের বক্তব্য, ভাল লাগছে না বিশ্বসুন্দরীকে। যদিও বিপরীত মন্তব্যও করেছেন অনেকেই।
