করোনা পরিস্থিতিতে এগিয়ে এলেন অজয় দেবগণ, ‘কোভিড আই সি ইউ’ তৈরিতে দিলেন ১কোটি টাকা

মুম্বইয়ের শিবাজী পার্কের ভারত স্কাউট এবং গাইড হলে ২০ বেডের কোভিড আই সি ইউ ইউনিট তৈরি করা হচ্ছে। এর পুরো খরচা বহন করছে অজয় দেবগণের সংস্থা এন ওয়াই ফাউন্ডেশন।

করোনা পরিস্থিতিতে এগিয়ে এলেন অজয় দেবগণ, ‘কোভিড আই সি ইউ’ তৈরিতে দিলেন ১কোটি টাকা
অজয় দেবগণ
Follow Us:
| Updated on: Apr 28, 2021 | 12:02 PM

করোনা পরিস্থিতি সারা দেশে উদ্বেগজনক। হু হু করে বাড়ছে সংক্রমণ। আক্রান্তদের সংখ্যা দৈনিক বাড়ছে। মুম্বইয়ের অবস্থা বেশ শোচনীয়। দৈনিক ৪০০০ জন মানুষ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের ঘাটতি দেখা দিয়ে দিয়েছে। মৃত্যুর হারও ক্রমশ বাড়ছে। বলি তারকাদের অনেকেই এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন। সলমন খান, সোনু সুদ সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এবার এগিয়ে এলেন অজয় দেবগণ। তিনি নতুন করে কোভিড আই সি ইউ বেড তৈরিতে ১ কোটি টাকা দান করলেন।

View this post on Instagram

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

মুম্বইয়ের শিবাজী পার্কের ভারত স্কাউট এবং গাইড হলে ২০ বেডের কোভিড আই সি ইউ ইউনিট তৈরি করা হচ্ছে। এর পুরো খরচা বহন করছেন অজয় দেবগণের সংস্থা এন ওয়াই ফাউন্ডেশন। এই আইসিইউ তৈরি করার জন্য অজয় দেবগণ বৃহনমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ১ কো়টি টাকা দিয়েছেন। এই আইসিইউ ইউনিটে প্য়ারা মণিটর, ভেন্টিলেটর, অক্সিজেন সব কিছুর ব্যবস্থা থাকবে। এই ইউনিটের পাশেই হিন্দুজা হাসপাতাল। এই হাসপাতালের সিওও জয় চক্রবর্তী জানিয়েছেন হিন্দুজা হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মীরাই এই নতুন ইউনিটের আক্রান্তদের চিকিৎসা করবেন।

আরও পড়ুন:মৃত্যুর ঠিক আগে বেড়ানোর পরিকল্পনা করেন ইরফান, প্রয়াণের এক বছরে স্মৃতিচারণ সুতপার

অজয় দেবগণের পাইপলাইনে এখন পর পর ছবি। সম্প্রতি তিনি ‘ময়দান’ এবং সঞ্জয় লীলা বনসালীর ‘গাঙ্গুবাঈ’-এর শুটিং শেষ করলেন। এই মুহূর্তে নিজের পরিচালিত ছবি ‘মে ডে’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। খুব শীঘ্রই তাঁকে ‘আর আর আর’-এ দেখা যাবে। এই ছবিতে আলিয়া ভাটও আছেন।