২০২০ সালে কোভিড-১৯ পরিস্থিতির জেরে বন্ধ হয়ে গিয়েছিল সিনেমাহল। সে সময়ে ‘ডিজনি+হটস্টার’-এর পক্ষ থেকে ঘোষণা করা হয় যে বেশ কিছু বড় বাজেটের ছবি মুক্তি পেতে চলেছে দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্মটিতে। কথা মতো ‘লক্ষ্মী বম্ব’, ‘কুলি নং ১’ স্ট্রিমিংও হয়। তেমনই এক ছবি অজয় দেবগণ অভিনীত ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’।
আরও পড়ুন ভিডিয়ো: মা নেই, ছোট্ট ইউভানের উপর ‘টর্চার’ চালিয়ে গেলেন রাজ
চলতি বছরে ১৫ অগাস্ট অভিষেক দুধাইয়া পরিচালিত ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ মুক্তি পেতে চলেছে। ১৯৭০ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। যুদ্ধকালীন সময়ে ক্ষতিগ্রস্ত ভূজ বিমান সারাতে গুজরাটের মাধাপুর গ্রামের ৩০০ জন স্থানীয় মহিলা এক হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’-তে অজয়ের চরিত্র একজন ভারতীয় সেনাবাহিনীর স্কোয়াড্রন লিডার। নাম বিজয় কারনিক। যার তত্ত্বাবধানে এই বিরাট কার্য সিদ্ধিলাভ করে।
দক্ষিণী অভিনেত্রী প্রণিতা সুভাস এ ছবিতে বলিউডে অভিষেক করতে চলেছেন। ছবিতে রয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt), শরদ কেলকার (Sharad Kelkar) যোগ দেবেন শুটিং ফ্লোরে। ছবিতে রয়েছেন, ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) এবং নোরা ফতেহি (Nora Fatehi)।
ঐতিহাসিক যুদ্ধ নিয়ে এ ছবি প্রসঙ্গে নোরা সংবাদমাধ্যমকে বলেন, “ আমি মনে করি ‘ভূজ’-এ মানে অজয় স্যরের ছবিতে যে চরিত্রে অভিনয় করছি তা অন্য কোনও ছবির মুখ্য ভূমিকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ । ভীষণ পারফরম্যান্স ভিত্তিক ভূমিকা এবং দর্শক আমার জন্য গর্ববোধ করবে। এমন চরিত্র আমি সবসময় আপন করে নিতে পারি কারণ এটি পারফর্ম্যান্স ওরিয়েন্টেড এবং দর্শক আমাকে আরও সম্মান করবে।”