হাসপাতালে ভর্তি পণ্ডিত অজয় চক্রবর্তী। শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পণ্ডিতের অসুস্থতার নানা ধরনের খবরের যখন কার্যত চিন্তিত তাঁর ভক্তকুল, তখন এ নিয়ে মুখ খুললেন মেয়ে কৌশিকী চক্রবর্তী। TV9 বাংলাকে তিনি বলেন, “হ্যাঁ, বাবাকে ভর্তি করতে হয়েছে। আমি এখন হাসপাতালেই আছি। সবাইকে জানাতে চাই চিন্তার কোনও কারণ নেই। সাধারণ চেকআপের জন্য ভর্তি করা হয়েছে। বাবা এমনিতে ঠিকই আছেন।” কবে ছাড়া হবে তাঁকে? সে বিষয়ে গায়িকার বক্তব্য, “তা এখনই বলতে পারছি না। চিকিৎসকেরা ভাল বলতে পারবেন। তবে আবারও বলছি ভুল খবর যেন না ছড়ায় পরিবারের তরফে সকলের কাছে এটাই অনুরোধ।” যদিও সূত্র জানাচ্ছে, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে গায়কের। তবে চিন্তার কারণ নেই, ভাল আছেন তিনি।
এর আগে রশিদ খানের মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। রশিদ খানের পরিবারের তরফে কেন অসুস্থতার খবর জানানো হয়নি, তা নিয়ে তুলেছিলেন প্রশ্ন। বলেছিলেন, “রাত পর্যন্ত জানতাম, রশিদ ভাল আছেন। দুবাইয়ে আছেন। সুস্থ আছেন। আর মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে খবর দিলেন, রশিদ আর নেই। আমার কিছু করতেই ইচ্ছা করছেন না। আমি একটাই কথা জানতে চাই বাড়ির লোক কেন এই মিথ্যাচার করল। মেসেজ দিয়েছেন এতদিন ধরে যে রশিদ ভাল আছে। কেন এমন বললেন!” তবে সেই শোক কাটিয়ে গত ১৪ ফেব্রুয়ারি তাঁর গানের স্কুলে ধুমধাম করে হওয়া সরস্বতী পুজোতেও অংশ নিতে দেখা যায় তাঁকে। এর পরেই অসুস্থতা। তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরুন, আপাতত এমনটাই প্রার্থনা সকলের।