অক্ষয় কুমারের চার্জিং সকেটে ঢুকে পড়ল ব্যাঙ, দেখুন ছবি

কমেন্ট, একজন লেখেন, ‘জায়গা দখল করার জন্য আপনি কি ওর থেকে চার্জ করছেন?’

অক্ষয় কুমারের চার্জিং সকেটে ঢুকে পড়ল ব্যাঙ, দেখুন ছবি
অক্ষয় কুমার

|

Jan 02, 2021 | 7:52 PM

অনেকদিন ঘরদোর পরিস্কার না করা হলে মশা, মাছি, বড় জোর আরশোলা আনাচেকানাচে নিজেদের অস্তিত্বের প্রমাণ দেয়।

তা বলে একটা আস্ত ব্যাঙ!

একবার ভাবুন তো মোবাইল ফোনের চার্জার সকেটে গুজতে গিয়ে দেখলেন একটা আস্ত ব্যাঙ নিজের ঘাপটি মেরে বসে রয়েছে। কী করবেন?

 

আরও পড়ুন আমাদের অনেকগুলো বছর দেখা হয়নি, কিন্তু ওর আত্মার সঙ্গে যোগাযোগ ছিল: ওম

 

ঠিক এমনটাই ঘটল মিস্টার ‘খিলাড়ি’র (Akshay Kumar) সঙ্গে। অক্ষয় কুমার এমন এক ইনস্টা পোস্টে তুমুল হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অক্ষয় কুমার পোস্ট করেন একটি ছবি। তাতে দেখা যাচ্ছে একটি ব্যাঙ চুপচাপ বসে রয়েছ চার্জিং সকেটের ঠিক পাশে। অক্ষয় ছবিটি পোস্ট করে ক্যাপশানে লেখেন, ‘মোবাইল চার্জ দিতে চার্জার গুজতে যাচ্ছিলাম, কিন্তু যা মনে হচ্ছে, আমায় অন্য সকেট খুঁজতে হবে। এটা আগে থেকে দখল হয়ে গেছে।’

 

 

 

ছবিটি পোস্ট করার পর, নেটিজেনদের ‘হাসি’ ইমোজিতে ভরে যাচ্ছে কমেন্ট বক্স। তাতে ধরা পড়ল জনৈক এক ব্যক্তির কমেন্ট, লেখা, ‘জায়গা দখল করার জন্য আপনি কি ওর থেকে চার্জ করছেন?’

অক্ষয় হোক বা তাঁর স্ত্রী টুইঙ্কল খান্না। দু’জনেই বেশ ভাল ভাবে জানেন কীভাবে বুদ্ধিদীপ্ত পোস্টে ভক্তকূলকে আনন্দ দেওয়া যায়।

একের পর এক ছবি করছেন অক্ষয় কুমার। তাঁকে দেখা যাবে, রোহিত শেট্টি পরিচালিত ছবি ‘সূর্যবংশী’তে। এছাড়াও অক্ষয়ের ঝুলিতে রয়েছে, ‘বচ্চন পাণ্ডে’, ‘বেল বটম’, ‘পৃথ্বীরাজ’-এর মতো ছবি।