গৌতম গম্ভীরের এনজিওকে কেন এক কোটি টাকা দান করলেন অক্ষয়?
গত বছর করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে অভয় ২৫ কোটি টাকা দান করেছিলেন। অক্ষয় নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তিনি সুস্থ।
তিনি পর্দার হিরো। বাস্তবেও তাঁর একটা সুপারহিরো ইমেজ রয়েছে। কারণ বড় বিপর্যয়ে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তিনি অর্থাৎ বলিউড (bollywood) অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। দেশে করোনা সংক্রমণ যখন বেলাগাম পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, তখন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দিল্লির এনজিওকে এক কোটি টাকা দান করলেন অক্ষয়। এই এনজিও করোনা পরিস্থিতিতে সাধারণের জন্য কাজ করছে।
এই উদ্যোগের জন্য গৌতম গম্ভীর টুইট করে অক্ষয়কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই ধূসর পরিস্থিতিতে যে কোনও সাহায্যই আশার আলো নিয়ে আসে। যাঁদের প্রয়োজন, তাঁদের গৌতম গম্ভীর ফাইন্ডেশন খাবার, ওষুধ, অক্সিজেন পৌঁছে দিচ্ছে। এই ফাউন্ডেশনকে এক কোটি টাকা অর্থ সাহায্য করার জন্য অক্ষয় কুমারকে অনেক ধন্যবাদ।’
These are really tough times, @GautamGambhir. Glad I could help. Wish we all get out of this crisis soon. Stay Safe ??
— Akshay Kumar (@akshaykumar) April 24, 2021
গত বছর করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে অভয় ২৫ কোটি টাকা দান করেছিলেন। অক্ষয় নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে এখন তিনি সুস্থ। করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। প্রতিদিন যে হারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তাতে এই আশঙ্কা সম্পর্কে একপ্রকার নিশ্চিত চিকিৎসক মহল। সর্বস্তরে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অক্সিজেন সংকট তীব্র হচ্ছে গোটা দেশ জুড়ে। এই পরিস্থিতিতে অক্ষয়ের মতো পরিচিত মুখেদের এগিয়ে আসা নিঃসন্দেহে অনেকটা সাহস জোগাবে বলে মত বিশেষজ্ঞ মহলের।