
তিনি বলিউডের খিলাড়ি কুমার। ৫৮ বছর বয়সেও, তাঁর ফিটনেসে বাজিমাত দিতে পারেন নতুন প্রজন্মের নায়কদের। সকাল ৫টায় ঘুম থেকে ওঠেন, রাত সাড়ে ৯টা ঘুমতে যান, এতটাই নিজের লাইফস্টাইলকে ছকে ফেলেছেন অক্ষয়। শুধু তাই নয়, বলিউডের কোনও ফিল্মি পার্টিতেই দেখা যায় না অক্ষয়কে। তবে এখানেই শেষ নয়। নিজের ফিটনেসের জন্য অক্ষয় রোজ যা পান করেন, তা শুনলে চমকে উঠতে হয়। হ্যাঁ, অক্ষয় নিজের ফিটনেসকে ধরে রাখতে রোজ পান করেন গোমূত্র!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বহু বছর আগে ওয়াইল্ডলাইফ অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলসের সঙ্গে সোশাল মিডিয়ায় এক লাইভে একথাই ফাঁস করেছিলেন অক্ষয়। আর অক্ষয়ের সেই উক্তিই ফের ভাইরাল হয়েছে।
তা ঠিক কী বলেছিলেন খিলাড়ি কুমার?
বিয়ার গ্রিলসের সঙ্গে শুটিং করার সময়, বিয়ারের কথায় হাতির বিষ্টা দিয়ে তৈরি চা পান করতে বাধ্য হয়েছিলেন অক্ষয়। সেই চা খেয়ে তাঁর প্রতিক্রিয়া জানাতে, হুমা কুরেশিকে অক্ষয় বলেছিলেন, ”আমার কোনও অসুবিধা হয়নি। আসলে আমি নিয়মিত গো মূত্র খাই। তাই হাতির বিষ্টা মেশানো চা খেতে কোনও সমস্যা হয়নি।”
বলিউডে এই মুহূর্তে খুব বেছে কাজ করেন অক্ষয় কুমার। কেননা, অক্ষয়ের বেশ কয়েকটি ছবি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। এই মুহূর্তে অক্ষয় ব্যস্ত রয়েছেন হেরাফেরি ৩ ছবির শুটিংয়ে। এই ছবিতে শুধু অভিনয় নয়, প্রযোজকের চরিত্রেও দেখা যাবে অক্ষয়কে।