খানেরা নন, ‘ফোর্বস’ প্রকাশিত বিশ্বের ধনী অভিনেতার তালিকায় ভারতীয়দের মধ্যে শুধুমাত্র অক্ষয় কুমার

করোনাকালেও অক্ষয়ের অর্জিত পারিশ্রমিক ৪৮.৫ মিলিয়ন ডলার।

খানেরা নন, ‘ফোর্বস’ প্রকাশিত বিশ্বের ধনী অভিনেতার তালিকায় ভারতীয়দের মধ্যে শুধুমাত্র অক্ষয় কুমার
অক্ষয় কুমার। ফাইল চিত্র।

Dec 17, 2020 | 5:43 PM

সলমন-শাহরুখ অথবা আমির নন, জনপ্রিয় মার্কিনী ম্যাগাজিন ‘ফোর্বস’ প্রকাশিত বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকায় জায়গা করে নিলেন অক্ষয় কুমার। তিনি রয়েছেন ষষ্ঠ স্থানে। করোনাকালেও অক্ষয়ের অর্জিত পারিশ্রমিক ৪৮.৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা হিসেব করলে দাঁড়ায় ৩৫৬ কোটি টাকা।

‘ফোর্বস’ প্রকাশিত দশ জনের ওই তালিকায় প্রথম স্থানে রয়েছেন ডোইয়েন ‘দ্য রক’ জনসন। গত বারও প্রথম স্থানে ছিলেন তিনি। তাঁর অর্জিত সম্পত্তির মূল্য ৮৭.৫ মিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেতা রায়ান রেনল্ডস। তাঁর অর্জিত পারিশ্রমিক ৭১.৫ মিলিয়ন ডলার।


বিশ্বের ধনী অভিনেতাদের তালিকায় ষষ্ঠ স্থানে থাকলেও, ‘ফোর্বস’ প্রকাশিত ধনী তারকাদের তালিকায় অক্ষয় রয়েছেন ৫২ নম্বরে। সেই । তালিকায় প্রথম স্থানে রয়েছেন ২২ বছরের মার্কিনী মডেল-ব্যবসায়ী কাইলি জেনার। তাঁর অর্জিত সম্পত্তির মূল্য ৫৯০ মিলিয়ন ডলার।

গত বছরও ‘ফোর্বস’ প্রকাশিত বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন বলিউডের খিলাড়ি কুমার। তিনি ছিলেন চার নম্বরে। ২০১৮-র জুন থেকে ২০১৯-এর জুন পর্যন্ত ওই অভিনেতার অর্জিত পারিশ্রমিক ছিল ৬৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ৪৬৫ কোটি ৮৯ লক্ষ ৭২ হাজার ৫০০ টাকা।