‘আমার মেয়ের নগ্ন ছবি চেয়েছে!’ অক্ষয়ের দাবিতে তোলপাড় বলিউডে

অক্ষয়ের পাশাপাশি এই অনুষ্ঠানে হাজির ছিলেন রানি মুখোপাধ্যায়ও। সাইবার ক্রাইমের বিরুদ্ধে তিনিও গর্জে উঠলেন। সঙ্গে জানালেন, এই সাইবার ক্রাইম নিয়ে আরও বেশি সজাগ ও সচেতন হওয়া উচিত। এর জন্য সরকারে বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ করারও আবেদন জানালেন রানি।

আমার মেয়ের নগ্ন ছবি চেয়েছে! অক্ষয়ের দাবিতে তোলপাড় বলিউডে

|

Oct 04, 2025 | 2:10 PM

অনলাইন গেম খেলতে গিয়ে হেনস্থার শিকার বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারা। ১৩ বছর বয়সী নিতারার কাছ থেকে অনলাইনে চাওয়া হয় নগ্ন ছবি। শুক্রবার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফিসে আয়োজিত সাইবার সচেতনতা মাস অক্টোবর ২০২৫-এ হাজির হয়ে এই তিক্ত অভিজ্ঞতার জানালেন অক্ষয়।

কী ঘটেছিল অক্ষয় কন্য়ার সঙ্গে?

অক্ষয় জানালেন, নিতারা একদিন অনলাইনে ভিডিও গেম খেলছিল। একটি ব্যক্তি অনলাইনেই তাঁকে উৎসাহ জোগাচ্ছিল। হঠাৎ করেই নিতারার কাছে জানতে চাওয়া হয়, সে মেয়ে নাকি ছেলে। নিতারা যখন এই ব্যক্তিকে নিজের পরিচয় দেয়, তখনই ব্যক্তির ব্যবহার বদলাতে শুরু করে।

অক্ষয় আরও জানালেন, নিতারার আসল পরিচয় জানতে পেরেই, ওই ব্যক্তি নগ্ন ছবি চাইতে শুরু। আর তৎক্ষণাৎ নিতারা ওই গেম খেলা ছেড়ে দেয়।

অক্ষয়ের পাশাপাশি এই অনুষ্ঠানে হাজির ছিলেন রানি মুখোপাধ্যায়ও-

অক্ষয়ের কথায়, নিতারা আমাকে ও ওর মা টুইঙ্কলকে সবটা জানিয়েছে। অনেকে তো মা-বাবার সঙ্গে এসব শেয়ারই করতে চায় না। তাই সবাইকে একটু সতর্ক থাকা উচিত। সন্তানদের সঙ্গে মন খুলে কথা বলা উচিত।

অক্ষয়ের পাশাপাশি এই অনুষ্ঠানে হাজির ছিলেন রানি মুখোপাধ্যায়ও। সাইবার ক্রাইমের বিরুদ্ধে তিনিও গর্জে উঠলেন। সঙ্গে জানালেন, এই সাইবার ক্রাইম নিয়ে আরও বেশি সজাগ ও সচেতন হওয়া উচিত। এর জন্য সরকারে বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ করারও আবেদন জানালেন রানি।

সম্প্রতি বক্স অফিসে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি জলি এলএলবি ৩। এই ছবি ইতিমধ্য়েই বক্স অফিসে সাড়া ফেলেছে। প্রশংসিত হয়েছে আরসাদ ওয়ারসি এবং অক্ষয় জুটি। কৃষক আন্দোলনকে কেন্দ্র করে এই ছবি কমেডির মোড়কে সমাজের কথা বলে। রাজনীতির কথা বলে। সিনেপর্দার সঙ্গে সঙ্গে এবার বাস্তবেও সমাজ সচেতনতায় এগিয়ে আসলেন অক্ষয়।