‘বচ্চন পাণ্ডে’র শুটিং সবে শেষ করেছেন ‘মিস্টার খিলাড়ি’। এবার শুরু হতে চলেছে ‘রাম সেতু’র শুটিং। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। অযোধ্যার পথে রওনা দিতে চলেছেন তিনি।
‘প্যাডম্যান’ খ্যাত অভিনেতা, পরিচালক অভিষেক শর্মা এবং ছবির ক্রিয়েটিভ প্রোডিউসার দ্রেতু চন্দ্রপ্রকাশ দিবেদী অযোধ্যায় পাড়ি দিতে চলেছেন আগামী ১৮ মার্চ। অযোধ্যাতে শুরু হবে ছবির শুটিং। রাম জন্মভূমিতেই হবে ছবির মহরৎ।
আরও পড়ুন শুরু হল মানস মুকুল পালের বহু প্রতীক্ষিত ‘দীনেশ গুপ্ত বায়োপিক’-এর শুটিং
এ মুহূর্তে অক্ষয় কুমার মলদ্বীপে সপরিবারে ছুটি কাটাচ্ছেন। তিনি ফেরার পরই শুটিংয়ে ব্যস্ততায় ভিড়ে যাবেন অভিনেতা। ছবির পরিচালক অভিষেক শর্মা জানান আগামী কয়েক মাসে ধাপে ধাপে চলবে শুটিং শিডিউল তবে, ফিল্মের ৮০ শতাংশ শুট হবে মুম্বইতে। তিনি আরও বলেন, “অক্ষয় একজন প্রত্নতত্ববিদের ভূমিকায় অভিনয় করছেন। ওঁর লুক রাখা হয়েছে মাঠেঘাটে নেমে কাজ করা দেশ-বিদেশের বাস্তবের প্রত্নতত্ববিদদের মতো। অক্ষয়ের লুক এবং চরিত্র দর্শকদের কাছে একেবারে নতুন ‘অবতার’ হতে চলেছে।”
‘রাম সেতু’র বাকি দুই নারী চরিত্র তথা জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুশরত বুরুচা সম্পর্কে পরিচালক বলেন, “তাঁরা দু’জনেই স্ট্রং এবং ইনডিপেনডেন্ট নারী এবং তাঁদের অংশগুলো বেশ ক্ষুরধার। তবে ওঁদের লুকগুলো এখনই প্রকাশ করতে চাইছি না।”
য়েটিভ প্রোডিউসার দিবেদীর মাথাতেই প্রথম আসে, যে অযোধ্যাতেই হবে ছবির শুটিং শুরু। তিনি বলেন “রাম সেতুর যাত্রাপথ শুরু করা রামের খুব জন্মস্থানে ছাড়া আর কোথায় হতে পারে”