‘রাম সেতু’-র মহরতে অযোধ্যায় হাজির গোটা টিম

এই ছবিতে এক প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয়। অযোধ্যায় কিছুটা শুটিং হলেও এর ৮০ শতাংশ শুটিং হবে মুম্বইতেই। অক্ষয় আগেই জানিয়েছিলেন, এই ছবির চিত্রনাট্যই আসল।

‘রাম সেতু’-র মহরতে অযোধ্যায় হাজির গোটা টিম
অক্ষয় কুমার।

|

Mar 18, 2021 | 12:11 PM

পরিবারের সঙ্গে একান্তে গত কয়েকটা দিন ছুটি কাটাচ্ছিলেন বলিউড (bollywood) অভিনেতা (Actor) অক্ষয় কুমার (Akshay Kumar)। ছুটি শেষ। ফের কাজ শুরু। ‘বেল বটম’ এবং ‘পৃথ্বীরাজ’-এর শুটিং শেষ করে ফারহাদ সামজির ‘বচ্চন পাণ্ডে’-র শুটিংয়ে রাজস্থানে ব্যস্ত অক্ষয়। তার মধ্যেই সময় বের করে ‘রাম সেতু’-র মহরতে হাজির হলেন অভিনেতা।

‘রাম সেতু’তে অক্ষয়ের সঙ্গে অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নুসরত বারুচা। অভিষেক শর্মা পরিচালিত এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। মহরতের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘জার্নি শুরু হল’।

‘রাম সেতু’-র মহরত হল অযোধ্যায়। অক্ষয় আরও লেখেন, ‘স্পেশ্যাল ফিল্ম, স্পেশ্যাল শুরু। টিম রামসেতু মহরত শটের জন্য অযোধ্যায় যাচ্ছে। যাত্রা শুরু হল। আপনাদের আশীর্বাদ প্রয়োজন।’

এই ছবিতে এক প্রত্নতত্ত্ববিদের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয়। অযোধ্যায় কিছুটা শুটিং হলেও এর ৮০ শতাংশ শুটিং হবে মুম্বইতেই। অক্ষয় আগেই জানিয়েছিলেন, এই ছবির চিত্রনাট্যই আসল। সেটা তাঁর এত পছন্দ হয়েছিল, যে রাজি না হওয়ার কোনও কারণই ছিল না। একসঙ্গে বসে চিত্রনাট্য পড়ার সময়টাও এনজয় করেছিলেন তাঁরা।

পরিচালক আনন্দ এল রাইয়ের ‘রক্ষা বন্ধন’ এবং ‘আতরাঙ্গি রে’ রয়েছে অক্ষয়ের হাতে। অন্যদিকে রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিটি সম্পূর্ণ তৈরি। সব কিছু ঠিক থাকলে আগামী ৩০ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। সব মিলিয়ে ২০২১ অক্ষয়েরই বছর। এমনটাই মনে করছেন বলি মহলের একটা বড় অংশ।

আরও পড়ুন, টুইঙ্কল খন্নার প্রেমে পড়েছিলেন করণ জোহর?