করিশ্মা প্রতিদিন বিভিন্ন ফ্ল্যাটে রাত কাটান! কোন সত্য সামনে আনলেন অক্ষয়?

অক্ষয় কুমারের সঞ্চালিত গেম শো ‘হুইল অফ ফরচুন’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন করিশ্মা। আর সেখানেই অভিনেত্রীর সম্পত্তি নিয়ে হাসির ছলে এক বিস্ফোরক দাবি করে বসলেন অক্ষয়! যা শুনে শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়।

করিশ্মা প্রতিদিন বিভিন্ন ফ্ল্যাটে রাত কাটান! কোন সত্য সামনে আনলেন অক্ষয়?

|

Jan 27, 2026 | 2:38 PM

বলিউড খিলাড়ি অক্ষয় কুমার এবং অভিনেত্রী করিশ্মা কাপুরের পর্দার রসায়ন চিরকালই দর্শকদের প্রিয়। তবে সম্প্রতি একটি রিয়েলিটি শো-তে তাঁদের অফ-স্ক্রিন বন্ধুত্বের এক মজাদার দিক সামনে এল। অক্ষয় কুমারের সঞ্চালিত গেম শো ‘হুইল অফ ফরচুন’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন করিশ্মা। আর সেখানেই অভিনেত্রীর সম্পত্তি নিয়ে হাসির ছলে এক বিস্ফোরক দাবি করে বসলেন অক্ষয়! যা শুনে শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়।

করিশ্মাকে নিয়ে মজা করে অক্ষয় বলেন, “বান্দ্রার এমন কোনও আবাসন নেই যেখানে এদের ফ্ল্যাট নেই। বিল্ডিংয়ের নেমপ্লেটে লেখা থাকে ‘কে কাপুর’। শুধু করিশ্মা নয়, তাঁর মা ববিতা কাপুরের নামেও ‘বি কাপুর’ লেখা নেমপ্লেট দেখা যায় সব জায়গায়। আমি তো অবাক হয়ে ওদের জিজ্ঞেস করেছিলাম, এত ফ্ল্যাট কেন কিনছ? ওরা জানাল, এবার নাকি সান্তাক্রুজ আর খারেও পা রাখার পরিকল্পনা রয়েছে। তবে ওরা খুব সৎ মানুষ, এক বিল্ডিংয়ে একটার বেশি ফ্ল্যাট কেনে না। বাকিগুলো অন্যদের জন্য ছেড়ে দেয়। অবস্থা এমন যে, করিশ্মা প্রতিদিন আলাদা আলাদা ফ্ল্যাটে রাত কাটাতে পারে!”

অক্ষয়ের এই কাল্পনিক দাবির পাল্টা দিতে ছাড়েননি করিশ্মাও। হেসে ফেলে তিনি বলেন, “যা খুশি তাই বলছ! আপনারা কি জানেন, অক্ষয় একাই পুরো জুহু এলাকার মালিক?” এর আগে করিশ্মার বোন করিনা কাপুরের সঙ্গে একটি শো-তেও অক্ষয় একই কথা বলেছিলেন। তাঁর দাবি ছিল, এই দুই বোন বান্দ্রার প্রতিটি বাড়ি থেকে ভাড়ার টাকা তোলেন।

ব্যক্তিগত জীবনের এই খুনসুটির পাশাপাশি অক্ষয় এখন তাঁর আগামী কাজ নিয়ে বেশ ব্যস্ত। শীঘ্রই তাঁকে দেখা যাবে প্রিয়দর্শন পরিচালিত সাইকোলজিক্যাল থ্রিলার ‘হায়ওয়ান’-এ। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সইফ আলি খান, সায়ামী খের এবং শ্রিয়া পিলগাঁওকর। অক্ষয় এবং করিশ্মার এই বন্ধুত্বের খুনসুটি ভক্তদের মনে করিয়ে দিচ্ছে তাঁদের পুরনো হিট সিনেমাগুলোর স্মৃতি।