
অপেশাদারের মতো কাজ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল! এমনই অভিযোগ তুলে অভিনেতার বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা করল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা কেপ অফ গুড ফিল্মস। পরেশকে সম্প্রতি আইনি নোটিশও পাঠানো হয়েছে।
হঠাৎ কী ঘটল?
কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে দুম করে পরেশ রাওয়াল বলে ওঠেন, হেরাফেরি ৩ ছবিতে তিনি থাকছেন না। এমনকী, পরেশ স্পষ্ট বলেছিলেন ব্যক্তিগত কারণেই তিনি সরে এসেছেন। জানা গিয়েছে, পরেশ রাওয়ালের এই মন্তব্যের কারণেই অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে, হেরা ফেরির বাবুরামকে। অক্ষয়ের প্রযোজনা সংস্থার অভিযোগ, হেরা ফেরি ৩ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েও, তা ভঙ্গ করা এবং শুটিং শুরুর পর সরে দাঁড়িয়েছেন পরেশ। তবে অক্ষয়ের এই আইনি নোটিশ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরেশ রাওয়াল।