
ভরসন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় অভিনেতা অক্ষয় কুমারের নিরাপত্তার দায়িত্বে থাকা কনভয়ের গাড়ির সঙ্গে এক ভয়াবহ পথদুর্ঘটনা ঘটল। এই ঘটনায় এক অটোচালক এবং এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণার সঙ্গে লড়াই করছেন অটোচালক, আর তাঁর চিকিৎসার জন্য এখন সাহায্যের পথ চেয়ে বসে আছে পরিবার।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
মুম্বই পুলিশ সূত্রের খবর, সোমবার রাত ৮টা থেকে ৮:৩০টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, এটি ছিল একটি ‘চেইন কলিশন’ বা ধারাবাহিক সংঘর্ষ। ঘটনার সূত্রপাত একটি মার্সিডিজ গাড়ি থেকে। দ্রুতগতিতে আসা মার্সিডিজটি পেছন থেকে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের ইনোভা গাড়িটিতে ধাক্কা মারে। ধাক্কার চোটে ইনোভাটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটো-রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে অটোটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।
আহত অটোচালকের ভাই সংবাদমাধ্যমের সামনে এসে কান্নাভেজা গলায় বলেন, “আমার ভাই অটো চালাচ্ছিল। ওর পেছনেই ছিল অক্ষয় কুমারের ইনোভা এবং একটি মার্সিডিজ। মার্সিডিজটি ইনোভাকে ধাক্কা মারলে সেটি সজোরে আমার ভাইয়ের অটোতে এসে লাগে। ভাই আর এক যাত্রী অটোর নিচে চাপা পড়ে যান।”
#WATCH | Mumbai | Brother of the auto-rickshaw driver who got injured in the accident, Mohammed Sameer says, “This incident happened around 8 to 8.30 pm. My brother was driving the rickshaw when Akshay Kumar’s Innova and a Mercedes were behind it. When the Mercedes hit the… https://t.co/2AoRuMIQzs pic.twitter.com/hMucT6mSvB
— ANI (@ANI) January 20, 2026
তিনি আরও যোগ করেন, “পুরো অটোটা ধ্বংস হয়ে গিয়েছে। আমার ভাই খুব খারাপ অবস্থায় আছে। আমি শুধু অনুরোধ করছি যেন ওর চিকিৎসার ঠিকঠাক ব্যবস্থা করা হয় এবং অটোর ক্ষতির জন্য যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হয়। আমাদের আর কিছুই চাওয়ার নেই।” পুলিশি তৎপরতা মুম্বই পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তিনটি গাড়ির এই সংঘর্ষে আর কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনার সময় অভিনেতা অক্ষয় কুমার স্বয়ং গাড়িতে ছিলেন কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। জুহুর মতো ব্যস্ত এলাকায় এই দুর্ঘটনাটি সড়ক নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার, এই অসহায় পরিবারের পাশে অভিনেতা বা প্রশাসন দাঁড়ায় কিনা।