করিশ্মা কাপুরের সঙ্গে বিয়ে অক্ষয় খান্নার! জেনে নিন বিস্তারিত

সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন তিনি এখনও অবিবাহিত, তা নিয়ে স্পষ্ট উত্তর দিয়েছেন। অক্ষয়ের কথায়, বিয়ে করা মানেই পরাধীন হয়ে যাওয়া। কাঁধের উপর বিরাট দায়িত্ব। আর এই দায়িত্ব নেওয়াটাই পছন্দ নয় অক্ষয়ের। আর সেই কারণেই নিজের ব্যাচেলার লাইফকে খুবই পছন্দ করেন অক্ষয়।

করিশ্মা কাপুরের সঙ্গে বিয়ে অক্ষয় খান্নার! জেনে নিন বিস্তারিত

|

Dec 15, 2025 | 8:30 PM

সদ্য় মুক্তি প্রাপ্ত ধুরন্দর ছবির নায়ক রণবীর হলেও, দর্শকদের নজরে এখন আসল হিরো অক্ষয় খান্না। ধুরন্দর ছবিতে তাঁর চলন-বলন এখন নেটিজেনদের রোজ চর্চায়। আর তারই সঙ্গে খবরের শিরোনামে বার বার উঠে আসছে অক্ষয় খান্নার ব্যক্তিগত জীবনের গল্প। আর তখনই গুঞ্জনের ঝুলি থেকে বেরিয়ে এল অক্ষয় খান্না ও তাঁর বিয়ের খবর।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে কেন তিনি এখনও অবিবাহিত, তা নিয়ে স্পষ্ট উত্তর দিয়েছেন। অক্ষয়ের কথায়, বিয়ে করা মানেই পরাধীন হয়ে যাওয়া। কাঁধের উপর বিরাট দায়িত্ব। আর এই দায়িত্ব নেওয়াটাই পছন্দ নয় অক্ষয়ের। আর সেই কারণেই নিজের ব্যাচেলার লাইফকে খুবই পছন্দ করেন অক্ষয়। কিন্তু জানেন কি অক্ষয় খান্নারও বিয়ে ঠিক হয়েছিল, তাও আবার বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গে।

সময়টা নয়ের দশকের শেষের দিক। ততদিনে করিশ্মা কাপুর বলিউডের বড় নাম। অন্যদিকে, অক্ষয় খান্নাও টুকটাক ছবি করছেন। ঠিক সেই সময় করিশ্মা কাপুরের বাবা রণধীর কাপুর ঠিক করেন, অক্ষয় খান্নার সঙ্গে করিশ্মার বিয়ে দেবেন। যেমন ভাবনা তেমন কাজ। করিশ্মাকে না জানিয়েই বিনোদ খান্নার কাছে বিয়ের কথা পারেন রণধীর কাপুর। বিনোদ খান্না রাজিও হয়েছিলেন। রাজি ছিলেন অক্ষয় খান্নাও। তবে বেঁকে বসেন করিশ্মার মা ববিতা। মেয়ের উঠতি কেরিয়ারে যাতে বাধা না পড়ে, সেই কারণেই ববিতা, করিশ্মা ও অক্ষয়ের বিয়েতে হোক তা চাননি। ববিতার ধারণা ছিল অক্ষয়কে বিয়ে করলে, করিশ্মার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে।

অক্ষয় ঘনিষ্ঠমহল মনে করেন, করিশ্মার সঙ্গে বিয়ে না হওয়ার কারণেই নাকি আজ পর্যন্ত সিঙ্গলই রয়ে গেলেন অক্ষয়। তবে এই নিয়ে অক্ষয় কিন্তু মুখে কুলুপ এঁটেছেন।