মায়ের জন্যে একের পর এক বিয়ে ভাঙে করিশ্মার, ববিতার রোষে অক্ষয় খান্নাও
অক্ষয় ও করিশ্মার প্রেমের শুরু কবে হয়েছিল, তা সঠিকভাবে জানা যায় না। তবে বলিউডের অন্দরমহলের খবর অনুযায়ী, অজয় দেবগণের সঙ্গে কারিশ্মার ব্রেকআপের পর অক্ষয়ের সঙ্গে বাড়ে ঘনিষ্ঠতা।

বলিউডের দুই জনপ্রিয় স্টার অক্ষয় খান্না ও করিশ্মা কাপুর একসময় সর্বাধিক চর্চিত জুটি ছিলেন। কেন জানেন? কারণ তাঁদের মধ্যে থাকা প্রণয়ের সম্পর্ক। বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন জুটি। আর তাঁদের সম্পর্কের প্রতি পূর্ণ সমর্থন ছিল কারিশ্মা কাপুরের বাবা রণধীর কাপুরের। যদিও অক্ষয় ও করিশ্মার প্রেমের শুরু কবে হয়েছিল, তা সঠিকভাবে জানা যায় না। তবে বলিউডের অন্দরমহলের খবর অনুযায়ী, অজয় দেবগণের সঙ্গে কারিশ্মার ব্রেকআপের পর অক্ষয়ের সঙ্গে বাড়ে ঘনিষ্ঠতা।
শোনা যায়, রণধীর কাপুর অক্ষয়ের বাবা বিনোদ খান্নার কাছে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন। কথাবার্তা এগোতেও থাকে। তবে শেষ মুহূর্তে করিশ্মার মা বাবিতা কাপুর হস্তক্ষেপ করে বসেন এবং এই বিয়েটি ভেঙে দেন।
কাপুর পরিবারের অন্দরমহলের গুঞ্জন ছিল, বাবিতা কাপুর অক্ষয়ের কেরিয়ার নিয়ে মোটেও সন্তুষ্ট ছিলেন না। কারণ, সেই সময়ে করিশ্মা কাপুর তাঁর কেরিয়ারের শীর্ষে ছিলেন, আর অক্ষয়ের কেরিয়ার তখন তেমনটা ছিল না। এই কারণে, বাবিতা কাপুর তাঁদের সম্পর্কের মাঝে দাঁড়ায়, এবং বিয়েটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠে না।
এভাবে, একসময় যে সম্পর্কের মধ্যে বিয়ের কথা হয়েছিল, তা শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে এগোয়নি। যদিও তাঁদের সম্পর্কের গভীরতা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। শোনা যায় এই একই কারণে নাকি করিশ্মা কাপুরের পরিবার থেকে অভিষেক বচ্চনের সঙ্গে বিয়েও ভেঙে দেওয়া হয়। কারণ অভিষেক সেই সময় সবে কেরিয়ার শুরু করেছিলেন, আর করিশ্মা তখন স্টার।





