‘মির্জাপুর ২’–এর পর ছবি পিছু টাকার অঙ্ক বাড়ালেন অভিনেতা আলি ফজল। যা নিতেন তার থেকে প্রায় ৩০–৪০ শতাংশ টাকা বেশি নিচ্ছেন আলি।
আলি ফজল লম্বা রেসের ঘোড়া। ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। ‘মির্জাপুর ২–এর পর পায়ের নিচের মাটি বেশ শক্তপোক্ত হয়েছে আলির। প্রযোজকরাও বুঝতে পারছেন আলির কদর। তাই এক লাফে ৩০–৪০ শতাংশ টাকা বাড়ালেও প্রযোজকরা মুখে রা–টি কাটছেন না।
ওয়েব সিরিজে আলি এখন চেনা মুখ। আলি শুধু বলিউডে নয়, ‘ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল’–এর মত ইন্দো–আমেরিকান ছবিতেও কাজ করেছেন তিনি। আরও একটি হলিউডের ছবিতে কাজ করার কথা চলছে তাঁর।
আরও পড়ুন :মুম্বইয়ে ফিরলেন আয়ুষ্মান, জল্পনা বড় প্রোজেক্ট সাইন করবেন তিনি
অভিনেত্রী রিচা চাড্ডার সঙ্গে অনেক দিনের সম্পর্ক আলির। গত বছরে ওঁদের বিয়ে করারও কথা ছিল। কিন্তু অতিমারির কারণে বিয়ে পিছিয়ে দিয়েছিলেন তাঁরা। সব কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে চার হাত এক হওয়ার কথা।