দিন কয়েক আগে ছুটি কাটাতে মালদ্বীপ গিয়েছিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। মাত্র কয়েকদিনের ছুটি কাটিয়ে রবিবার মুম্বইতে ফিরলেন এই জুটি। করোনা আক্রান্ত হয়েছিলেন দুই তারকাই। টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর ছুটি কাটাতে গিয়েছিলেন। তবে মুম্বই ফেরার পরও বেড়াতে যাওয়া নিয়ে মুখ খোলেননি তাঁরা।
সূত্রের খবর, মুম্বইতে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য আগামী ১মে পর্যন্ত লকডাউন চলবে। এর মধ্যে বহু তারকাই বেড়াতে চলে যাচ্ছেন। এর আগে সারা আলি খান, টাইগার শ্রফ, দিশা পাটানির মতো তারকারাও ছুটি কাটিতে মালদ্বীপ রওনা দিয়েছেন। অন্যদিকে তারকাদের বেড়াতে যাওয়া নিয়ে কটাক্ষ করেছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকির মতো শিল্পী। তাঁর মতে, যেখানে গোটা দেশে করোনায় মানুষের নাজেহাল অবস্থা, সেখানে তারকাদের বেড়াতে গিয়ে আনন্দ করাতে লজ্জা পাওয়া উচিত।
প্রতিদিন যে হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে বিশ্ব, এ নিয়ে চিকিৎসক মহল একপ্রকার নিশ্চিত। সর্বস্তরে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র তথা মুম্বইয়ের অবস্থা অত্যন্ত খারাপ। প্রতিদিনই তারকাদের আক্রান্ত হওয়ার ঘটনা সেই চিত্র আরও স্পষ্ট করে তুলছে। এই পরিস্থিতিতে বহু তারকা কম ঝুঁকিপূর্ণ টুরিস্ট ডেস্টিনেশনে চলে যাচ্ছেন।
অন্যদিকে বলিউডে শুটিংও প্রায় স্তব্ধ। বেশ কিছু ছবি নির্মাতারা মুম্বইয়ের বাইরে শুটিংয়ের পরিকল্পনা করেছেন। কেউ বা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করছেন। সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় আলিয়ার ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ বড় পর্দার বদলে ওটিটিতে মুক্তি পেতে পারে, এমন সম্ভবনা দেখা দিয়েছে। অন্যদিকে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত আলিয়া এবং রণবীর অভিনীত প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির দিনও ক্রমশ পিছিয়ে যাচ্ছে।
আরও পড়ুন, গৌতম গম্ভীরের এনজিওকে কেন এক কোটি টাকা দান করলেন অক্ষয়?