আলিয়া ভাট, বলিউডের এখন তিনি ক্রাশ। টানা ১০ বছরের কেরিয়ারে প্রথম থেকেই দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি। প্রথম থেকেই তাঁর স্টাইল, তাঁর হট লুকের প্রশংসা করে থাকেন ভক্তরা। এবারও তার ব্যতিক্রম হল না। আলিয়াকে দেখে সকলের চক্ষু চড়কগাছ। ২০২৩ সালে সকলকে পিছনে ফেলে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন আলিয়া ভাট। ৬৯ তম ফিল্ম ফেয়ার পুরস্কারের মঞ্চে সেরা তিনি। গ্ল্যামার যেন উপচে পড়ছে। রেডকার্পেটে তিনি পা রাখতেই তাঁকে নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। তবে হঠাৎ করেই ফিরল সেই সহজ ডাক। যা এক কথায় বলতে গেলে মেনে নিতে পারলেন না অনেকেই। সেখানে বলিউডের রানিকে দেখা মাত্রই সকলে একবাক্যে তাঁর ছবি তুলতে ব্যস্ত।
এই নিয়ে দ্বিতীয়বার ডাকতে দেখা গেল আলিয়াকে আলু বলে। সকলেই এসে একটা পোজ়ের জন্য মরিয়া। আলিয়াও রাখছিলেন আবদার। এমন সময় হঠাৎ তাঁকে আলু জি বলে ডাকতে শুরু করেন পাপারাৎজিরা। যা শুনে অবাক হয়ে গিয়েছিলেন আলিয়া ভাট। বিরক্তির সুরে জানতে চেয়েছিলেন আলুজি আবার কী! তাঁর যে এই নাম মোটেও পছন্দ হয়নি তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই।
এবার ফিল্মফেয়ারের রেডকার্পেটেও সেই একই ছবি ধরা পড়ল। তবে এবার আর আলু জি নয়, সরাসরি আলু-আলু বলে ডাকা হয় তাঁকে। যদিও পোজ়ও দিলেন, ছবিও তুললেন রাখলেন সকলের আবদার। তারপর তিনি রেডকার্পেট থেকে সরে গেলেন। হাসি মুখেই সবটা বললেন ঠিকই। কিন্তু কোথাও গিয়ে যেন তাঁর চোখে মুখে অবাক ও বিরক্তি দুই বর্তমান ছিল এদিন। পাপারাৎজিদের এই কাণ্ড দেখে নেটিজ়েনদের রাগ- ‘ভদ্রভাবে ব্যবহার করুন…।’