কথা বলার কেউ নেই: আলিয়া ভাট

একা আলিয়া , কথা বলার কেউ নেই। কেন?

কথা বলার কেউ নেই: আলিয়া ভাট
আলিয়া ভাট

Nov 03, 2020 | 12:43 PM

TV9বাংলা ডিজিটাল: সকাল থেকেই একের পর এক স্টোরিতে ভাসছে আলিয়া ভাটের (Alia Bhatt) ইনস্টাগ্রাম (Instagram)। কখনও তাঁর উদাসী চোখ একদৃষ্টে তাকিয়ে আছে গাড়ির কাচের দিকে, আবার কখনও বা সকালের সোনা রোদ চুইয়ে পড়ছে তাঁর গায়ে। তবু তিনি একা, কথা বলার কেউ নেই। কেন?

শুটিং শেষে বাড়ি ফিরছিলেন আলিয়া। হাতে ছিল অফুরন্ত সময়। আর ঠিক তখনই ইনস্টাগ্রামে একের পর এক স্টোরি শেয়ার করতে শুরু করেন মহেশ-কন্যা। প্রথম স্টোরিতে হাতে ধরা রয়েছে জলের বোতল। ক্যাপশনে লেখা ‘হাইড্রেট’। দ্বিতীয় স্টোরিতে সাদা টি-শার্ট আর মাস্কে মুখ ডেকে সেলফি শেয়ার করেছেন তিনি। তাঁর নো ফিল্টার, নো মেকআপ লুক খুঁজছে কাকে?
তৃতীয় ছবিতে দূরে উঁকি দিচ্ছে সূর্য। চতুর্থ ছবিতে নিজের পছন্দের গান শুনছেন অভিনেত্রী। পঞ্চম স্টোরিতে এসেই চোখ আটকে যায়। আলিয়া লিখেছেন, “সবাইকে এ সব জানানোর কারণ, প্রচুর এনার্জি আমার। কিন্তু কথা বলার কেউ নেই। সব বলা হয়ে গিয়েছে। বাই।”

এর পরেই আলিয়া অনুরাগীদের চিন্তা, তবে কি মন খারাপ তাঁর? কথা বলার কেউ থাকবেই না কেন? তবে একই দিনে প্রিয় অভিনেত্রীর পাঁচ-পাঁচটি রোজনামচার সাক্ষী হতে পেরে বেজায় খুশি তাঁরা। সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক ছড়িয়েছে স্টোরির স্ক্রিনশট।

লকডাউনের মধ্যেই মুক্তি পেয়েছিল আলিয়া ভাটের ‘সড়ক ২’। নেপোটিজম বিতর্কের সময় সে ছবি মুখ থুবড়ে পড়ে। আপাতত সঞ্জয় লীলা ভনসালীর ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। হাতে রয়েছে বাহুবলী খ্যাত আরএস রাজামৌলির একটি ছবিও।