তৃতীয় বিবাহ বার্ষিকীতে এ কোন খবর সামনে আনলেন আলিয়া ?

দেখতে দেখতে এই জুটির বৈবাহিক জীবনের তিন বছর পার। আচমকাই খবর মিলেছিল এই জুটি সম্পর্কে আছেন। তখন 'ব্রহ্মাস্ত্র' ছবির শুট চলছে। তারই মাঝে সম্পর্কের জল গড়িয়েছিল বহুদূর।

তৃতীয় বিবাহ বার্ষিকীতে এ কোন খবর সামনে আনলেন আলিয়া ?

Apr 15, 2025 | 2:41 PM

আলিয়া ভাট ও রণবীর কাপুর, বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের নিয়ে নিত্য কৌতুহলের পারদ থাকে তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় আলিয়া। মাঝে মধ্যেই নানা বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে শেয়ার করে থাকেন নায়িকা। যদিও রণবীর কাপুর ঠিক এর বিপরীত। তিনি সোশ্যাল মিডিয়ায় ততটা সক্রিয় থাকা পছন্দ করেন না। বরং সিক্রেট অ্যাকাউন্টের মধ্যমেই নজর রাখেন সমস্ত খবর। দেখতে দেখতে এই জুটির বৈবাহিক জীবনের তিন বছর পার। আচমকাই খবর মিলেছিল এই জুটি সম্পর্কে আছেন। তখন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুট চলছে। তারই মাঝে সম্পর্কের জল গড়িয়েছিল বহুদূর। তবে সেখানেই শেষ নয়, বরং ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন তাঁরা। তারপরই বাজে সানাই। তবে রাজকীয় আয়োজন ছিল না। ঘরোয়া অনুষ্ঠানেই চার হাত এক হয়েছিল।

দেখতে দেখতে তিনটে বছর কেটে গেল। এখন তাঁরা এক সন্তানের অভিভাবক। এরমাঝে কত ভাঙনের গল্প উঠে এসেছে সোশ্যাল মিডিয়া। সামনে এসেছে আলিয়া ও নীতুর সম্পর্ক ঘিরে প্রশ্ন। কখনও আবার রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার দূরত্বের খবরে তোলপাড় হয়েছিল নেটপাড়া। তবে তিন বছরের মাথায় এক অন্য সুখবর শোনালেন আলিয়া ভাট। প্রতি বছর নিজেকে একধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। এবার নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে নিলেন এক বড় পদক্ষেপ। নতুন প্রজন্মের তরুণ তরুণীদের কাজের সুযোগ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। ইন্টারনাল সানশাইন প্রোডাকশন হাউস খুলেছিলেন তিনি আগেই। সেখানেই এবার নতুন সিরিজে তিনি কাজের সুযোগ করে দেবেন নবাগতদের। এর আগে পোচার সিরিজটির প্রযোজনাতেও ছিল এই সংস্থা। এবার নতুনদের কাজের সুযোগ দেওয়ার খবর সামনে আসতেই প্রশংসায় ভাসছেন আলিয়া।